টম ক্রুজও তাহলে ব্যর্থ হন! দীর্ঘ ক্যারিয়ারের নানা ধরনের সিনেমা করেছেন হলিউডের এই অ্যাকশন তারকা, সব সিনেমা বক্স অফিসে সাফল্য পায়নি। সব নায়কের সব সিনেমা হিট হবে না, এতে আশ্চর্যের কিছু নেই। তবে ‘রিচার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করে যেভাবে ডাহা ফেল করেছেন, সেটা টম ক্রুজ নামটার সঙ্গে ঠিক যায় না। সবাইকে চমকে দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির সিনেমায় ঝড় তুলেছেন তুলনামূলক কম পরিচিত এক নায়ক। কে তিনি? কেনই বা টম ক্রুজ ব্যর্থ হয়েছিলেন?

ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এ চরিত্র নিয়ে ২০২২ সাল পর্যন্ত ২৮টি উপন্যাস লিখেছেন চাইল্ড। এই সিরিজের প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৭ সালের মার্চে। আশ্চর্যের বিষয় হলো, ব্যাপক সাড়াজাগানো এই সিরিজের চলচ্চিত্রায়ণে সময় লেগে যায় ১৫ বছর! ২০১২ সালে মুক্তি পায় রিচারকে নিয়ে সিনেমা ‘জ্যাক রিচার’।

‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সরকারি হলো আরও একটি মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা–৩
সেকশন:
ট্যাগ:
ছবি:
মেটা ও এক্সসার্প্ট:
https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_office_order/65355f98_3f17_4e84_9239_56305882a128/268.pdf
আরও পড়ুন: চীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও
আরও পড়ুন: দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি মার্চে মোট চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারি হলো। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
এর আগে চলতি মাসেই রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ