Prothomalo:
2025-03-25@06:52:00 GMT

শহীদ দিবসে আজ ‘বর্ণমেলা’

Published: 21st, February 2025 GMT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত হতে যাচ্ছে ‘বর্ণমেলা’। বাংলা বর্ণ নিয়ে সৃজনশীল আয়োজন বর্ণমেলা ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। দুরন্ত শৈশবের আনন্দ নিয়ে জমবে এবার বর্ণমেলা।

প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম এবং প্রচার সহযোগী এটিএন বাংলা।

এবারও মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে কিছু প্রতিযোগিতা। দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। থাকবে দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন (ছবি আঁকা) ও বর্ণলিখন (সুন্দর হাতের লেখা) প্রতিযোগিতা। দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়, হাতের লেখা প্রতিযোগিতা বেলা ১০টায়। আর বর্ণ বানানোর প্রতিযোগিতা বর্ণ কারিগরে অংশগ্রহণকারীদের পাঠানো বর্ণ দিয়েই আয়োজন করা হবে প্রদর্শনীর। প্রতিযোগিতা হবে তিন বিভাগে। তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ‘খ’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে ‘গ’ বিভাগের হয়ে।

বর্ণমেলায় থাকবে সেরা চিঠির প্রদর্শনী, ঐতিহ্যবাহী নানান খেলা, পাপেট শো, জাদু প্রদর্শনী, গানসহ নানা আয়োজন।

দিনব্যাপী আয়োজনটিতে অতিথি হিসেবে শিল্পী আবদুল মান্নান, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, শিল্পী ফারেহা জেবা, শিল্পী আনিসুজ্জামান সোহেল, অভিনেত্রী সাবিলা নূর, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, কণ্ঠশিল্পী ওয়ার্দা আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রদর শ র বর ণ

এছাড়াও পড়ুন:

বিস্ফোরক আইনের মামলায় নওগাঁয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ ওরফে বুলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় গতকাল সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় আবু খালেদ এজাহারভুক্ত আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় আজ মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন বেলাল হোসেন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ জন নেতা–কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০–১০০ জনকে আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ