যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে বাংলাদেশি কলেজছাত্র নিহত
Published: 21st, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে দেশটির ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম প্রতিক সিং। তিনি সালেম স্টেট কলেজে পড়াশোনা করতেন।
নিহত শিক্ষার্থীর বাবা দীপক সিং বলেন, কলেজ ড্রপ আউটের পর প্রতিক চাকরি করছিল। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়।
ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। এতে মারা যান তিনি।
বেভারলি দমকল বাহিনীর কর্মীরা জানায়, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।