চট্টগ্রামে চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে কোপ
Published: 21st, February 2025 GMT
চট্টগ্রামে দোকান থেকে ডেকে নিয়ে এক কর্মচারীকে প্রকাশ্য চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুই যুবক। গত বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো পেয়াজু রোডের আজিজ মার্কেটে এ ঘটনা ঘটে। আহত দোকান কর্মচারী মো. আকাশ (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গ্রেপ্তার দু’জন হলেন– সুনামগঞ্জের মধ্যনগর থানার কালারঘর বারেক মিয়ার বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে মো.
সিসিটিভির একটি ভিডিওতে দেখা যায়, হাতে চাপাতি, গায়ে কালো শার্ট ও পরনে জিন্স প্যান্ট পরা এক যুবক আকাশকে এলোপাতাড়ি কোপাচ্ছিল। এক পর্যায়ে আকাশ শুয়ে পড়লে তাঁকে সেখানেও কোপানো হয়। সঙ্গে আরেকজন ছিল।
নগরের আতুরার ডিপো ছিদ্দিক আহম্মদ কেরানি রোড ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘যারা আকাশকে কুপিয়েছে, তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। কিছুদিন আগে কর্মচারীদের কাছে এসে চাঁদা চায়। টাকা না পেয়ে আকাশকে দোকান থেকে ডেকে নিয়ে আজিজ মার্কেটের মনিরের ফল দোকানের সামনে চাপাতি দিয়ে কুপিয়েছে। এতে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ও পিঠে গুরুতর আহত হয়েছে।’
তবে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে আটক করা হয়েছে। পরে জানতে পেরেছি তারা পরিচিত। চা পানের সময় গায়ে চা পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আকাশকে কুপিয়েছে জুলহাস ও শাহীন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই বিপ্লব পরিষদের দোয়া ও ইফতার মাহফিল
জুলাই বিপ্লব পরিষদের আয়োজনে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান সংকট উত্তরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি বলে মত দেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আহসান উল্লাহ তুষার বলেন, জুলাই অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ, যা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব সাউদ মতিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জুলাই বিপ্লব পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এস এম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, বিপ্লবী ছাত্র পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম এবং জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য সাদিল আহমেদ প্রমুখ।
এছাড়াও জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য শাহনেওয়াজ ফাহাদ ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। ন্যায়বিচার ও মানবাধিকারের সংগ্রাম আরও বেগবান করতে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান শাহনেওয়াজ ফাহাদ।
অনুষ্ঠানে ইফতার মাহফিলে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশেষ দোয়া পর্বে তাদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।