চট্টগ্রামে চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে কোপ
Published: 21st, February 2025 GMT
চট্টগ্রামে দোকান থেকে ডেকে নিয়ে এক কর্মচারীকে প্রকাশ্য চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুই যুবক। গত বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো পেয়াজু রোডের আজিজ মার্কেটে এ ঘটনা ঘটে। আহত দোকান কর্মচারী মো. আকাশ (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গ্রেপ্তার দু’জন হলেন– সুনামগঞ্জের মধ্যনগর থানার কালারঘর বারেক মিয়ার বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে মো.
সিসিটিভির একটি ভিডিওতে দেখা যায়, হাতে চাপাতি, গায়ে কালো শার্ট ও পরনে জিন্স প্যান্ট পরা এক যুবক আকাশকে এলোপাতাড়ি কোপাচ্ছিল। এক পর্যায়ে আকাশ শুয়ে পড়লে তাঁকে সেখানেও কোপানো হয়। সঙ্গে আরেকজন ছিল।
নগরের আতুরার ডিপো ছিদ্দিক আহম্মদ কেরানি রোড ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘যারা আকাশকে কুপিয়েছে, তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। কিছুদিন আগে কর্মচারীদের কাছে এসে চাঁদা চায়। টাকা না পেয়ে আকাশকে দোকান থেকে ডেকে নিয়ে আজিজ মার্কেটের মনিরের ফল দোকানের সামনে চাপাতি দিয়ে কুপিয়েছে। এতে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ও পিঠে গুরুতর আহত হয়েছে।’
তবে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে আটক করা হয়েছে। পরে জানতে পেরেছি তারা পরিচিত। চা পানের সময় গায়ে চা পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আকাশকে কুপিয়েছে জুলহাস ও শাহীন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকায় ৩ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি
রাজধানী ঢাকায় বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরবাসী জীবনে স্বস্তি আসে। তবে টানা ৩ ঘণ্টার বৃষ্টি ভুগিয়েছে তাদের। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে সেটা কোথাও কম কোথাও বেশি।
বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘‘আগামীকালও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা থেমে থেমে হতে পারে।’’
এ ছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
ঢাকা/হাসান/এনএইচ