৩০ লাখ আফগানকে ফেরত পাঠাবে পাকিস্তান
Published: 21st, February 2025 GMT
পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে শিগগির বিতাড়িত এবং দ্রুত গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনীতিকরা।
বুধবার ইসলামাবাদে তালেবান দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশি অভিযান চলছিল। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে।
আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সরকারকে অবহিত করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অদূর ভবিষ্যতে শুধু ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি নয়, পুরো দেশ থেকেই সব আফগান শরণার্থীকে বহিষ্কার বা বহিষ্কারের একটি চূড়ান্ত পরিকল্পনা রয়েছে তাদের। সূত্র: ভয়েস অব আমেরিকা
উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন শরণ র থ আফগ ন
এছাড়াও পড়ুন:
ছাত্রলীগ সন্দেহে চবির সাবেক শিক্ষার্থীকে মারধর, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। পরে জুতার মালা গলায় পরিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শাওন হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র। পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে তিনি সোমবার ক্যাম্পাসে আসেন। পরে তিনি মারধরের শিকার হন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে শাওনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তাকে মারধর করা হয়। পরে তাকে জুতার মালা পরিয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। পুলিশ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চমেকে নেওয়া হয়।
মারধর ও জুতার মালা পরানোর সঙ্গে যুক্ত থাকার বিষয়টি শিকার করেছেন চবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শামীম উদ্দিন সমকালকে বলেন, ‘২০২২ সালে চবিতে আমি গোপনে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলাম। এই তথ্য জানার পর শাওন আমাকে মারধর করেন এবং ক্যাম্পাসে আসতেও বাধা দেন। বিশ্ববিদ্যালয়ের আমানত হলের ৩০২ নম্বর কক্ষে আমাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রেজাউল হক রুবেল ও সাদাফ খানের উপস্থিতিতে আমাকে মারধর করা হয়। আমার পরিবার ক্ষমা চাওয়ায় পরে আমি ক্লাসে ফেরার সুযোগ পাই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রদল নেতাকে মারধরের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।’
মারধরের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীসহ অনেক সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে। তাই ছাত্রদল ও ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছেন।’
পুলিশে সোপর্দ করার সময় মারধরের শিকার শাওন হোসেন বলেন, ‘শামীমকে আমি আগে থেকেই চিনি। তবে কোনো নির্যাতনের ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আজ রাতে হঠাৎ কিছু লোক আমাকে আটক করে অগ্রণী ব্যাংকের পেছনে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। এরপর তারা আমাকে সেন্ট্রাল ফিল্ডে এনে মারধর করে। আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও নেই। মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘ওই শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তিনি আতঙ্কিত ছিলেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার বলেন, ‘ভুক্তভোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে গিয়ে প্রশাসনকে বিপাকে পড়তে হয়।’