ট্রাম্পকে হুমকি ভাবছেন জাপানের ব্যবসায়ীরা
Published: 21st, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে প্রায় ৯০ শতাংশ জাপানি কোম্পানি। রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সেখানে দেখা গেছে, জাপানের ১০টি কোম্পানির মধ্যে প্রায় ৯টি মনে করছে, ট্রাম্পের নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। টোকিওর ব্যবসায়ীদের এমন মনোভাব যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জরিপের ফলাফলে দেখা গেছে, কীভাবে ট্রাম্পের উচ্চ শুল্কনীতির ফলে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ক্রমবর্ধমান চাপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কোম্পানিগুলোকে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে জাপান। টোকিওর কোম্পানিগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। সূত্র: রয়টার্স
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির অনুকূলে ‘ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করা হয়।
প্রথম লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসি’র লাইসেন্সিং বিভাগ থেকে, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে।
প্রথম লাইসেন্সটি লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্নেল সৈয়দ তৌফিকুল ইসলাম স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু।
দ্বিতীয় লাইসেন্সটি রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানা। এ সময় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক উপস্থিত ছিলেন।