বকশীগঞ্জে বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিতি নিয়ে উত্তেজনা
Published: 21st, February 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাঠে যুবলীগ নেতা উপস্থিত থাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনা চলছে। গত মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ওই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে।
যুবলীগের ওই নেতার নাম নজরুল ইসলাম সওদাগর। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এক সময় যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তবে সম্মেলনের মাঠে উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।
স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর এক সময় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে পৌর যুবলীগের পদ পান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির সাবেক নেতা জানান, বেলা দুইটার দিকে বিএনপির সম্মেলন মাঠে প্রবেশ করেন যুবলীগ নেতা ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। সম্মেলনস্থলের একেবারে পশ্চিম পাশে পূর্ব দিকে দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনেন তিনি। বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিত হওয়ার বিষয়টি জানাজানি হলে, উপস্থিত লোকজনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সামিয়ানার বাইরে চলে যান নজরুল ইসলাম সওদাগর।
বিএনপির সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, ঘরের সাথেই সম্মেলনের মাঠ। ঘর থেকে বের হলেই সব দেখা যায়। মাঠে গিয়ে সম্মেলনের বক্তব্য শোনার কি আছে। তাছাড়া বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা জানেন দুঃসময়ে আমি তাদের জন্য কি করেছি।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর বলেন, নজরুল ইসলাম সওদাগর তার ছোট ভাই। বিএনপির সম্মেলনে তিনি আসেন নি। সম্মেলনের মাঠ আর আমার বাসা একসাথে। তিনি হয়তো বাসার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন, তবে আমি দেখিনি।
তিনি আরও বলেন, নজরুল ইসলাম সওদাগর যুবদলের নেতা ছিলেন। বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা থেকে বাঁচাতে যুবলীগে গিয়েছিলেন। তিনি যুবলীগ করার কারণে বিগতে সময়ে বকশীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা থেকে রক্ষা পেয়েছেন। মেয়র থাকাকালীন বিএনপি নেতাকর্মীরা বেশি লাভবান হয়েছেন। যখন বিএনপি মাঠে দাঁড়াতে পারেনি তখন নজরুল ইসলাম সওদাগর সব ধরনের সহযোগিতা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় কোনো মামলা নেই। তদন্তে যদি তার নাম আসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ য বল গ য বল গ ন ত ব এনপ র স য বল গ র ন ত কর ম উপস থ ত উপজ ল ব ষয়ট
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.jnu.ac.bd অথবা https://jnuadmission.com অথবা www.admission.jnu.ac.bd-এ ফলাফল জানা যাবে।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৮ হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবেন।
আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫এর আগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।