Samakal:
2025-03-28@21:33:54 GMT

কারখানা বিক্রির গুজবে সড়ক অবরোধ

Published: 20th, February 2025 GMT

কারখানা বিক্রির গুজবে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার গুজবে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তারা সড়ক থেকে সরে যান। 
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কারওয়ান বাজার এলাকার টু-পাস নামে পোশাক কারখানার শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। এ সময় ব্যস্ত এ সড়কের দু’দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিকেল ৫টার দিকে তারা সড়ক থেকে সরে যান। 
শ্রমিকরা জানান, ওসমান গ্রুপের টু-পাস কারখানায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত। হঠাৎ করেই তারা খবর পান চায়না কোনো মালিকের কাছে কারখানাটি বিক্রি করে ফেলেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকদের কারখানায় ঢুকতেও দেওয়া হচ্ছিল না। আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি নিয়ে তারা আন্দোলনে নামেন। আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।
শ্রমিকরা বলেন, কারখানায় চীনা নাগরিকদের কর্মকর্তা হিসেবে দায়িত্বশীল জায়গায় বসানো হয়েছে। মালপত্র সরিয়েও নেওয়া হচ্ছে। এতে তারা অনিশ্চয়তায় পড়েন। তাই শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৩ মাস ১৩ দিনের মূল বেতনসহ অন্যান্য সব পাওনা আদায়ের দাবি নিয়ে তারা সড়কে নামেন। 
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শফিকুল ইসলাম রোকন বলেন, কারখানা বিক্রি করা হয়নি। চায়না মালিকের সঙ্গে যৌথ ব্যবসার চুক্তি হয়েছে। এতে শ্রমিকদের কোনো সমস্যা নেই। শ্রমিকদের কোনো বেতন ভাতাও বকেয়া নেই। তিনি বলেন, আগামী রোববার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হবে। 
শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাসমত উল্লাহ জানান, শ্রমিকরা প্রথমে ভুল বুঝে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বিষয়টি বোঝানোর পর রাস্তা থেকে সরে যান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

ইফতার কিনে বাড়ি ফেরা হলো না মইদুলের

ইফতার কিনে বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মইদুল ইসলাম (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চামটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মইদুল ইসলাম চামসটিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মইদুল ইসলাম ঈশ্বরদী থেকে ইফতার কিনে বাড়ি ফিরছিলেন। এসময় চামটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঈশ্বরদীগামী প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইদুল নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে খবর পেয়ে লালপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল ও নিহত মাইদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে লালপুর থানার ওসি মো. নাজমুল হকের মুঠোফোনে যোগাযোগ করলে ওসি পরে কল করতে বলেন।

সম্পর্কিত নিবন্ধ