Samakal:
2025-03-26@00:19:51 GMT

নদী খননের দাবিতে সড়ক অবরোধ

Published: 20th, February 2025 GMT

নদী খননের দাবিতে সড়ক অবরোধ

নেত্রকোনার সোয়াই নদীর ৪০০ মিটার খননের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে বক্তব্য দেন– ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্ক দত্ত, শিক্ষার্থী মো.

ফাহিম, সৈয়দ এসএম রেজু, ইয়াসিন আরাফাত, সাদী আরিফিন, মো. আরিফ প্রমুখ।
আন্দোলনকারী শিক্ষার্থী ও নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, শ্যামগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত সোয়াই নদীর দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকের ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন সোয়াই নদীটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মগরা নদীতে মিলেছে। কালের বিবর্তনে পলি পড়ে ভরে গেছে এ নদী। এলাকাবাসীর দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড দুই বছর ধরে নদী পুনঃখনন করছে। দুটি প্যাকেজে ২৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং আমিন অ্যান্ড কোম্পানি নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খনন কাজ শেষের দিকে। কিন্তু ইউনুস অ্যান্ড ব্রাদার্সের অধীনে শ্যামগঞ্জ বাজার-সংলগ্ন মইলাকান্দা এলাকা থেকে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পর্যন্ত ৪০০ মিটার কাজ বাকি। এ অংশে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কসহ দুই পাশে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। নদী খননের নকশায় কিছু জায়গা ব্যক্তিমালিকানাধীন। সিএস, বিআরএসসহ সব কিছুর বৈধ কাগজপত্র রয়েছে। তাই পানি উন্নয়ন বোর্ড বাধার মুখে খনন কাজে বিরত থাকে। 
বৃহস্পতিবার সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবরোধকারী শিক্ষার্থী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সারোয়ার জাহান জানান, ৪০০ মিটার অংশ খনন নিয়ে রয়েছে পক্ষ-বিপক্ষ। এক পক্ষের বাধার মুখে নদী খনন করা যায়নি। এ ছাড়া কিছু অংশ এক ব্যক্তির নামে; তাঁর কাগজপত্র রয়েছে। এর পরও দাবির পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ২০ ফুট করে জায়গা দিতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে এখন আর জায়গা দিতে রাজি হচ্ছেন না। তাই এ সমস্যা হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, ‘খনন বাকি ৪০০ মিটার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অংশে। তবুও পরিস্থিতি শান্ত এবং জনদুর্ভোগ দূর করতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা সাত দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবেন; বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ শ য মগঞ জ ৪০০ ম ট র উপজ ল অবর ধ খনন ক

এছাড়াও পড়ুন:

রামগতিতে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।

রামগতির ঘটনায় জানা গেছে, ওই গহবধূ সাহ্‌রির পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে যান। আসার পথে দু’পাশ থেকে অপরিচিত দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে পাশের নির্জন পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই নারী। জ্ঞান ফেরার পর চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।

ভুক্তভোগী নারী জানান, তাঁর বাড়ি সিলেট জেলায়। বছর দুয়েক আগে চরগাজী ইউনিয়নের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। এক সন্তানসহ ভালোভাবে সংসার চলছে। বিয়ের দুই মাস পর একদিন পাশের গ্রামে স্বামীর বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ননদের জামাই জামাল আহমেদ তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। পারিবারিকভাবে এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কয়েক মাস পর বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করে চলে যায় প্রভাবশালী জামাল। এ ঘটনার বিচার দাবি করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ বৈঠক হতে দেয়নি ধর্ষক।

ভুক্তভোগীকে উদ্ধার করা একাধিক নারী জানান, গৃহবধূর চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলের রাজগাতী ইউনিয়নে গত শুক্রবার ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়াইল গ্রামে তারাবির নামাজ পড়তে গেলে স্থানীয় ফারুক মিয়ার ছেলে আরিয়ান আহমেদ শাওন শিশুটিকে ধর্ষণ করে। গুরুতর অবস্থায় এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন শাওনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে বারবার আগুনের কারণ কী
  • ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
  • ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, প্রাণ হারালেন কাভার্ডভ্যান চাপায়
  • বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কোন ৩ শহর
  • রামগতিতে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ময়মনসিংহে কারাফটক থেকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার সাবেক প্যানেল মেয়র
  • ট্রেনে ঈদযাত্রা শুরু 
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ