আফগানিস্তানে ক্রিকেট অবকাঠামোর কথা শুনলে আপনার মাথায় কী আসে? নিশ্চয়ই খুব ভালো কিছু নয়। আপনি একা নন, পুরো দুনিয়ার বেশির ভাগ মানুষের ভাবনাই তেমন। বিষয়টা যে আফগানিস্তানের মানুষের অজানা, তা–ও নয়।

শুধু সাধারণ মানুষ কেন, আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিও তা জানেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে এ নিয়ে তিনি কথাও বলেছেন, ‘সংবাদমাধ্যমে আমি অনেক কিছু দেখি যে আমাদের সুযোগ–সুবিধা, স্টেডিয়াম, একাডেমি নেই। এটা একদমই ভুল। আমাদের ভালো সুযোগ–সুবিধা আছে, ক্রিকেট একাডেমিও। কাবুল ও জালালাবাদে হাই পারফরম্যান্স সেন্টার আছে, আফগানিস্তানের প্রায় সব কটি অঞ্চলেই স্টেডিয়াম আছে।’

এত কিছু যখন আছে, তখন বিদেশি দলগুলো কেন আফগানিস্তানে যায় না? প্রশ্নটা আসা স্বাভাবিক। সবকিছু থাকলেও নিরাপত্তার কিছু ঘাটতি যে আছে, তা স্বীকার করেছেন হাশমতউল্লাহও। এ জন্যই দলগুলো আফগানিস্তান সফরে যায় না বলে মনে করেন তিনি। অবশ্য তাঁর আশা, শিগগিরই কোনো দল তাঁদের দেশে সফর করবেন।

আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন র

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ