হাতে সময় এক ঘণ্টা, এর মধ্যে আস্ত একটা ব্যান্ড গড়তে হবে। প্রতিযোগীদের কেউ ভোকালিস্ট, কেউ ড্রামার, কেউবা কি-বোর্ডিস্ট। তবে কেউ কাউকে চেনেন না। আড্ডার মধ্য দিয়ে ব্যান্ডের সদস্য খুঁজে নেন প্রতিযোগীরা। এক ঘণ্টায় গড়া সেই ব্যান্ড নিয়েই ‘দ্য কেইজ’-এর মঞ্চে প্রতিযোগিতা করছেন তরুণেরা।
শতাধিক প্রতিযোগী এতে অডিশনের জন্য নির্বাচিত হয়েছেন। সেখান থেকে ৮০ প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। ১৭টি ব্যান্ড গড়েছেন তাঁরা। প্রথম গানটি করার জন্য দু-তিন দিন সময় পেয়েছিলেন তাঁরা।
তরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে রিয়েলিটি শোটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনথিলা।
বিচারক হিসেবে আছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট রাফা, ওয়ারফেজের ভোকালিস্ট পলাশ নূর, আরবোভাইরাসের গিটারিস্ট রঞ্জন এবং সংগীতশিল্পী তাসফি। গিটারিস্ট রঞ্জন প্রথম আলোকে বলেন, ‘বছরের পর বছর চেষ্টা করেও আমরা ব্যান্ড করতে পারি না। সেখানে প্রতিযোগীরা এক ঘণ্টায় ব্যান্ডের সদস্যদের খুঁজে নিয়েছেন। এখান থেকে কোনো ব্যান্ড টিকে গেলেই আমরা সার্থক।’
ভোকালিস্ট রাফা বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতার একটি। শোটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তার চেয়েও ভালো হয়েছে।’
‘দ্য কেইজ’–এর স্টেজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিসিএল ছেড়ে আইপিএলে বোশ, মিলল পিসিবির নিষেধাজ্ঞা
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বোশকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ক্রিকেটার ২০২৫ পিএসএল মৌসুম শুরুর আগে হঠাৎ আইপিএলে যোগ দেন। ফলে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় পিসিবি।
বোশকে চলতি বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশোয়ার জালমি ‘ডায়মন্ড ক্যাটাগরি’তে দলে নিয়েছিল। ৩০ বছর বয়সী ক্রিকেটার আর আগে হয়ে যাওয়া আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে, চলমান আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ায় বোশকে দলে পেতে চায় আইপিএলের ফ্র্যাঞ্জাইটি। পিএসএল শুরুর কয়েক সপ্তাহ আগে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় বোশের উপর এসেছে নিষেধাজ্ঞা।
পিএসএলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বোশ বলেন, “পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কার্যকলাপে যেসব প্রত্যাশা ভেঙে দিয়েছি, তা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছি। পেশোয়ার জালমির নিবেদিতপ্রাণ ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি
পুরস্কার বিতরণীতে পাকিস্তানের কেউ নেই, ব্যাখ্যা চেয়েছে পিসিবি
ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার সিদ্ধান্ত
বোশ আরো জানান পিসিবির এই সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন এবং এই ভুলের অভিজ্ঞতা থেকে তিনি সামনের দিনগুলোর জন্য শিক্ষা পেয়েছেন। ভবিষ্যতের, “আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। অর্থদণ্ড ও এক বছরের নিষেধাজ্ঞাও মেনে নিচ্ছি। এটি আমার জন্য একটি কঠিন শিক্ষা ছিল। তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে পিএসএলে ফিরে আসার আশা রাখছি।”
ঢাকা/নাভিদ