দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। এবারই তারা প্রথমবার অংশ নিচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য এর আগে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে। আর সেখানে নিজেদের প্রমাণ করেই তারা সেরা আটের মধ্যে থেকে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে।

প্রথমবার অংশ নিতে আসা আফগানিস্তান অবশ্য মাঠে নামার আগেই হুংকার দিয়ে রেখেছে। তাদের অধিনায়ক হাশতউল্লাহ শাহিদি জানিয়েছেন, তারা কেবল অংশ নিতে আসেননি, শিরোপাও জিততে চান।

‘‘আমরা খুব ভালো করছি। এবং এই টুর্নামেন্টে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, লড়াই করতে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনাল জেতা। আমরা কেবল এই টুর্নামেন্টে অংশ নিতে আসিনি। আমরা একশো ভাগ এই টুর্নামেন্টের শিরোপা জিততে এসেছি।’’

আরো পড়ুন:

শান্ত জানালেন যেসব কারণে হেরেছে বাংলাদেশ

তাওহীদ-জাকেরের লড়াই ছাপিয়ে গিলের সেঞ্চুরিতে ভারতের জয়

কেন তারা শিরোপার দাবিদার সেটাও ব্যাখ্যা করেছেন আফগান অধিনায়ক, ‘‘কারণ, গেল দুই বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সেই হিসেবে এটা আমাদের জন্য দারুণ একটি  সুযোগ। ছেলেরা এখন অনেক অভিজ্ঞ। এছাড়া এখানকার কন্ডিশনও আমাদের জন্য সুবিধাজনক। সুতরাং আমাদের অনেক ভালো সুযোগ রয়েছে শিরোপা জেতার। আর আগামীকাল (২১ ফেব্রুয়ারি, শুক্রবার) জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। আর সেই একই মোমেন্টাম পুরো টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চাই।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ট র ন ম ন ট আম দ র

এছাড়াও পড়ুন:

নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা

কক্সবাজারের তরুণদের গানের দল পেনোয়া। গত বছর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ প্রকাশের পর আলোচনায় আসে ব্যান্ডটি। এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের ডাক পেতে থাকে তাঁরা। এবার নিজ শহরে হচ্ছে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো নগরবাউলের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন তাঁরা। ২৬ এপ্রিল কক্সবাজারের একটি তারকা হোটেলে নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডটির গীতিকার ও ভোকাল ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কনসার্টটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। নতুন একটা ব্যান্ড হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। নিজের শহরে নগরবাউলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার সুযোগ আমাদের সদস্যদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ভালো কিছু হবে।’

আরও পড়ুনজেমস বললেন, ‘আত্মজীবনী? একদমই না, নেভার’১৩ এপ্রিল ২০২৫পেনোয়া ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা