এমসি কলেজের ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড়
Published: 20th, February 2025 GMT
সিলেট মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের পাঠানো খবরে থাকছে বিস্তারিত-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ।
মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘এমসি কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘এমসি কলেজে হামলা হলে, আবরার তোমায় মনে পড়ে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এমসি কলেজে হামলা হলে, আবরার তোমায় মনে পড়ে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আরিয়ান রাকিব বলেন, “এমসি কলেজে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। হামলায় শিবিরের নাম এসেছে। তদন্ত সাপেক্ষে যারা দোষী, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তামিরুল মিল্লাত মাদরাসায়ও শিক্ষার্থীদের উপর হামলার খবর এসেছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, অপরাধ করলে কোন নেতাকর্মীকে ছাড় দেবেন না। সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করলে শক্তহাতে, তা প্রতিরোধ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অন্যায়ের বিরুদ্ধে।”
চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “এমসি কলেজ, কুয়েট, মিল্লাতসহ সব হামলায় যারা জড়িত, প্রত্যেকের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে অপরাজনীতির সিস্টেম থেকে বের হতে হবে। যেখানে অন্যায় সেখানেই আমাদের প্রতিবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে দখলদারত্বি, সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।”
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
শিক্ষার্থীদের শিবিরের মারধরের প্রতিবাদ এবং আওয়ামী দোসরদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইবি শিক্ষার্থীরা।
রাত সোয়া ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে আওয়ামী লীগের প্রেতাত্মারা উপস্থিত থেকে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসররা ক্যাম্পাসে এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন এখনো ফ্যাসিবাদের দোসর এসব শিক্ষকদের বিরূদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি। অনতিবিলম্বে প্রশাসনকে আওয়ামী দোসরদের বিচার ও ক্যাম্পাসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তারা বলেন, সিলেটের এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের কোন দল হয় না, পরিচয় হয় না। একজন সাধারণ শিক্ষার্থীর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, অতিদ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক সায়েম আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
শিক্ষার্থীর উপর এ ন্যাক্কারজনক হামলা ও ক্যাম্পাসগুলোতে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে রাতে মশাল মিছিল করেছে নোবিপ্রবি শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তরা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ র থ র উপর র জন ত
এছাড়াও পড়ুন:
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, আবেদন করেছেন কি, পদ ৩৩৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ১১তম গ্রেডে ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ ২ ক্যাটাগরির পদে ১ হাজার ৩৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৩৩৫
আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয় ২ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
আবেদনের বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বৃদ্ধি, পদ ২৭৭১১ এপ্রিল ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫আবেদন ফিঅনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।