সাফ ও একুশে পদক জয়ীদের বাদ দিয়ে আমিরাত সফরের দল
Published: 20th, February 2025 GMT
সাফ জয়ী নারী ফুটবলাররা বৃহস্পতিবার একুশে পদক গ্রহণ করেছেন। একই দিন দুঃসংবাদও পেয়েছেন তারা। ওই দলের অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সফরের দল। ২৩ জনের এই দলের অধিকাংশ ফুটবলার কম বয়সী। ঘোষণা করা হয়নি অধিনায়কের নামও।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে অনুমেয়ভাবেই নেই সাফ জয়ী ও একুশে পদক গ্রহণ করা ও কোচের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ করা ১৮ ফুটবলার।
কোচকে বয়কট করা ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের মতো তারকারা এবার না থাকায় আফিদা খন্দকারের মতো তরুণদের হাতেই বাংলাদেশের নারী ফুটবলের ঝাণ্ডা দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র সদস্যরা কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিং, দুর্ব্যবহারের অভিযোগ আনেন। ইংলিশ কোচের অধীনে অনুশীলন করবেন না ঘোষণা দেন। বাফুফে সভাপতি তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরও অনুশীলনে আসেননি তারা। তাদের বাদ দিয়ে তাই ঘোষণা করা হয়েছে নতুন চেহারার দল।
বাংলাদেশ নারী ফুটবল দল : ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রায়, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মরিয়ম বিনতে, কানোম আক্তার, হালিমা আক্তার, স্বপ্না রানী, ঐশী খাতুন, মুনকি আক্তার, তনিমা বিশ্বাস, বন্যা খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন, মোসাম্মৎ সুলতানা, সুরভী আকন্দ প্রীতি, নবীরণ খাতুন ও আকলিমা খাতুন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ফ চ য ম প য়নশ প ফ টবল র
এছাড়াও পড়ুন:
তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী
দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।
নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।
আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।
২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।