Samakal:
2025-04-01@14:23:34 GMT

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Published: 20th, February 2025 GMT

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কুলিয়ারচরে উবায়দুল হক পাইলট নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে পশ্চিম তারাকান্দি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় উবায়দুল হক পাইলটের চালের দোকান আছে। বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাজরাচর কামালপুর রাস্তার পশ্চিম তারাকান্দি এলাকায় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে লাশ ফেলে রেখে যায়। 

নিহত পাইলট বাজরা মাছিমপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। হত্যাকাণ্ডেরর ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, কে বা কারা উবায়দুল হককে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। মামলার প্রক্রিয়া চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

নেপিডোতে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসা দল দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় নেপিডোতে পৌঁছায় উদ্ধারকারী দলটি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি সি ১৩০ জে এবং একটি সিএএসএসি ২৯৫ ডাব্লু ফ্লাইটে মোট ১৫ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে বিমান তিনটি নেপিডো বিমানবন্দরে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে ৪ দশমিক ২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনো খাবার।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ চ তুনের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬ দশমিক ৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ