ববিতে অনুষ্ঠান আয়োজনে বিধি-নিষেধ আরোপ
Published: 20th, February 2025 GMT
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মুক্তমঞ্চের সব অনুষ্ঠান রাত ৯টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ববি প্রক্টর ড. সোনিয়া খান সানি স্বাক্ষরিত এক নোটিসে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিসে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যাচ ভিত্তিক বন্ধু-বান্ধব একত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করে থাকে। অনেক ক্ষেত্রে অনুমতি ব্যতীত এসব অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়।
এছাড়াও ক্লাস ও পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শব্দে বক্স বাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে ক্লাস ও পরীক্ষা পরিচালনায় বিঘ্ন ঘটে এবং হলে থাকা শিক্ষার্থীদের পড়ালেখা ও নামাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।
নোটিসে যেকোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বেশ কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে; অনুষ্ঠানটি অনুমতিপ্রাপ্ত নির্ধারিত স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে; বিকেল সাড়ে ৪টার আগে কোন ধরনের শব্দযন্ত্র বাজানো যাবে না; একাডেমিক কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শব্দযন্ত্র ব্যবহার করে কোন প্রোগ্রাম করা যাবে না।
অন্য নির্দেশনার মধ্যে রয়েছে- অন্য বিভাগের একাডেমিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে; শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাত ৯টার মধ্যে সকল ধরনের অনুষ্ঠান শেষ করা বাধ্যতামূলক; বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আজান, নামাজ ও হলগুলোর নামাজের সঙ্গে মিল রেখে উচ্চ শব্দে শব্দযন্ত্র বাজানো বন্ধ রাখতে হবে; অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব আয়োজকদের বহন করতে হবে।
জানা গেছে, ফেব্রুয়ারি মাস জুড়ে নানা অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছে ববি মুক্তমঞ্ছ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আনুষ্ঠান চলাকালে হলের শিক্ষার্থীরা মুক্তমঞ্চে বিশৃংখলা সৃষ্টি ও চেয়ার ভাঙচুর করে। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন নিয়ে এ বিধি-নিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিনই এমন আয়োজন হচ্ছে মুক্তমঞ্চে। উচ্চশব্দে দীর্ঘ রাত পর্যন্ত গান বাজানো হয় এবং ক্যাম্পাসে অবাধে চলে মাদকদ্রব্য সেবন। শব্দের কারণে পড়ালেখায় বিঘ্ন ঘটে মুক্তমঞ্চের দুইপাশে থাকা চার হলের শিক্ষার্থীদের। রাত সাড়ে ৯টার ভিতরে সব অনুষ্ঠান শেষ করা উচিৎ।
ঢাকা/সাইফুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মহানগর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।