বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ৩০ লাখ ইউরো ডলার দেবে ইতালি। এই অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লুএফপি) মাধ্যমে শরণার্থী শিবিরে মানবিক সেবায় ব্যয় করা হবে। বাংলাদেশ ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতালির সহায়তা শরণার্থীদের অধিকার ও মানবিক পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউএনএইচসিআরকে ১০ লাখ ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। যা নিবন্ধন, আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সচেতনতার মতো জরুরি পরিষেবাগুলো নিশ্চিতে ব্যয় করা হবে। বাকি ২০ লাখ ইউরো খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ডাব্লুএফপিকে সহযোগিতা করবে। একই সঙ্গে সে অর্থ দিয়ে মা, শিশু, গর্ভবতী এবং মাতৃদুগ্ধ নারীদের অপুষ্টি প্রতিরোধের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিতে ব্যয় করা হবে।

ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিয় আলেসান্দ্রো বলেন, এ সহায়তা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি ইতালির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। আর এ প্রতিশ্রুতি সম্প্রতি ঢাকা সফরে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ইউএনএইচসিআর প্রধান সুম্বুল রিজভি বলেন, এ সহায়তা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ইতালির জনগণের সংহতির প্রমাণ। আমরা জানি যে, আন্তর্জাতিক সমর্থন আমরা সব সময় সমানভাবে পাবো, তা নিশ্চিত নয়। আর এ সংকটকে আমরা ভুলে থাকতে পারি না। এ সংকটকে আলোচনায় রাখতে ইতালির জনগণের মহানুভবতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশ ডাব্লুএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, এ সমর্থনের জন্য ইতালি ও এর জনগণের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। সংকট আট বছর পার হলেও কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১০ লাখ শরণার্থীর মানবিক চাহিদা আগের মতোই জরুরি থেকে গেছে। রোহিঙ্গা সংকট বৈশ্বিক এজেন্ডায় অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল খ ইউর শরণ র থ

এছাড়াও পড়ুন:

সংবিধান সংস্কার পরিষদের কাছে নির্বাচনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে গণসংহতি আন্দোলন। সেই প্রস্তাবে সংস্কার বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’–এর প্রস্তাব দিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদারের কাছে এ প্রস্তাব জমা দেয় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু ও দীপক রায়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণসংহতি আন্দোলন এ তথ্য জানিয়েছে।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, গণতান্ত্রিক বিনির্মাণের জন্য এ দেশের মানুষ অনেক দিন ধরে সংগ্রাম করছেন। মানুষের সংগ্রামে বারবারই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সংবিধানসহ রাষ্ট্রকাঠামো সংস্কারের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন এবং সর্বশেষ গণ–অভ্যুত্থানের মাধ্যমে এটা বাংলাদেশের মানুষের সামগ্রিক অভিপ্রায়ে পরিণত হয়েছে। জনগণের এই অভিপ্রায়কে স্বীকৃতি দিতেই আগামী সংসদ নির্বাচনকে ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’ হিসেবে চায় গণসংহতি আন্দোলন।

জনগণের অভিপ্রায়ের প্রকাশ হিসেবে যখন সংবিধান সংস্কার করা হবে এবং গণভোটের মাধ্যমে তা গৃহীত হবে, তখন সেটা সংবিধানের মূল কাঠামো হবে বলেও উল্লেখ করেন আবুল হাসান। তিনি বলেন, যাকে রক্ষা করাই হবে সর্বোচ্চ আদালতের দায়িত্ব। এর ভেতর দিয়ে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচিত হবে।

আইন কমিশন গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে সমাজে গণতান্ত্রিক পরিসরের ক্ষতি না করে সামগ্রিক বিকাশের স্বার্থে ব্যবহার করা যায়, এ বিষয়েও আইন প্রণয়ন করা, ব্যাংক কোম্পানি আইনের সংস্কার করে একই পরিবারের একাধিক সদস্যদের বারবার ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য হওয়ার যে আইন, তা বদলের প্রস্তাবও দিয়েছে গণসংহতি আন্দোলন।

সম্পর্কিত নিবন্ধ

  • জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হউক
  • রাষ্ট্রে গভীর ক্ষত, উদ্ধার জরুরি
  • একাত্তর ও চব্বিশ সমান যারা বলে, তারা মুক্তিযুদ্ধ করেনি
  • সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
  • সংবিধান সংস্কার পরিষদের কাছে নির্বাচনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের
  • ১০০ গাড়ি নিয়ে যারা ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে আমরা বুঝি: মির্জা ফখরুল
  • সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
  • ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব: হাসনাত আব্দুল্লাহ
  • এবার সারজিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া, ‘সরি, আর চুপ থাকতে পারলাম না’
  • গণ-অভ্যুত্থানে শ্রমিক আকাঙ্ক্ষা: সমাজ ও সংস্কৃতিতে শ্রমিক সুরত