ইনিংসের ৩১তম ওভারে পঞ্চাশে পা রাখেন বাবর আজম। কিন্তু করাচির গ্যালারি থেকে বাবরের নাম ধরে কোনো স্লোগান ওঠেনি। পাকিস্তানের তারকা এ ব্যাটারও হাফ সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে ধরবেন কিনা, সেটা নিয়েও পড়ে যান দ্বিধায়। এর পেছনে কারণও আছে। ক্যারিয়ারের ৩৫তম ফিফটি করতে গিয়ে তিনি নিতে পারেননি ৪৯ বলে রান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারের প্রধান কারণ হিসেবে বাবরের এই ৪৯ ডট বলকেই বড় করে দেখছেন সবাই। সমালোচকরাও একহাত দিচ্ছেন পাকিস্তান এ ব্যাটারকে। কিউইদের কাছে পরাজয়ে স্বাগতিক পাকিস্তানকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে।
রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি মোহাম্মদ রিজওয়ানদের এককথায় অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় নামার আগে চোটের কারণে ফখর জামানকে হারানোটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা।
বাবরের সমালোচনা করার যুক্তিও আছে। নিউজিল্যান্ডের করা ৩২০ রানের টার্গেট তাড়া করতে গেলে যে রকম শুরুর প্রয়োজন ছিল, সেটা করতে পারেনি পাকিস্তান। ফিল্ডিংয়ের সময় চোটে পড়া ফখরের পরিবর্তে ওপেনিংয়ে নামা সৌদ শাকিল অনভ্যস্ত পজিশনে ছিলেন অস্বস্তিতে। বাবরের কাছে তাই দ্রুত রান তোলার দাবি ছিল সবার। কিন্তু দলের সফলতম ব্যাটার এগোচ্ছিলেন কচ্ছপ গতিতে। পাওয়ার প্লে শেষে বাবরের রান ছিল ২৭ বলে ১২।
শাকিল ১৯ বলে ৬, রিজওয়ান ১৪ বলে ৩ রানে আউট হলে প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে স্রেফ ২২ রান; যা ঘরের মাঠে ওয়ানডেতে পাওয়ার প্লেতে তাদের সর্বনিম্ন। এর পরও সবাই ধরে নিয়েছেন পরিস্থিতির বিচারে ব্যাট করা বাবর ঝড় তুলবেন। কিন্তু ৮১ বলে ফিফটি করা বাবর ঝড় তুলতে গিয়ে আর পারেননি। আউট হয়ে গিয়েছেন ৯০ বলে ৬৪ করে।
৩২১ রান তাড়ায় বাবরের ৭১.
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা সালমান আগারের কাছেও বাবরের ইনিংস নিয়ে প্রশ্ন ছুটে গেল। এই বিষয়টি এড়িয়ে বরং তুলে ধরলেন সামগ্রিক ব্যর্থতার কথা, ‘পুরো ইনিংসই যদি দেখেন, আমরা মোমেন্টামই পাইনি। ৩২০ রান তাড়া করতে হলে বড় জুটি প্রয়োজন এবং সেখানে মোমেন্টামও লাগবে। সে রকম কিছু আজকে হয়নি। উইকেট পড়েছে নিয়মিত। যেভাবে খেলা উচিত ছিল, আমরা পারিনি সেভাবে। এ জন্য আমরা জিততে পারিনি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব বর র
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ৫
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতেই বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন। এক জন নিহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের উপর আমরা যত আক্রমণ দেখেছি তার চেয়ে এই আক্রমণ অনেক বড়।”
জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে যান।
পুলিশ জানিয়েছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি।
ঢাকা/শাহেদ