‘সরকারকে লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি’
Published: 20th, February 2025 GMT
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “আজকে অধিকার ফিরে পাওয়ার এই সরকারকে বসানো হয়েছে। আপনাকে লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি। আপনাদের মাঝে যদি কেউ কেউ ক্ষমতার লিপ্সা বসে তাহলে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে দূরে সরান। না হলে ওই দুয়েকজনের জন্য আপনার সরকারের চরিত্র নষ্ট হয়ে যাবে। আপনার ওপর এখনও দেশবাসীর আস্থা আছে। নিরপেক্ষ থেকে একটি আয়োজন করেন। বিএনপি ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের কাউয়া কাদের বলেছিল, যদি পট পরিবর্তন হয় একরাতে পাঁচ লক্ষ লোক মারা যাবে এবং যেতও তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বলার কথা ছিল, বিএনপি’র নেতাকর্মীদের মনের আগুন। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে বিএনপি’র সকল নেতাকর্মী বুকে পাথর দিয়ে শীতল হয়ে গিয়েছিল। এটাই হল বিএনপি। তারা দেশটাকেও খেয়ে ফেলেছে, শেখ মুজিবকেও খেয়ে ফেলেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে নিজের জন্য আর ভারতের জন্য। এদেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত না। তাই ভোটের জন্য আমরা লড়াই করেছি। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার অর্জন করেছি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতারা।
ঢাকা/বাদশাহ্/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ষমত য় র জন য আওয় ম ব এনপ
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩