প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 20th, February 2025 GMT
প্রেমের সম্পর্ক গড়ে তুলে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বন্ধুর সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুই বন্ধু মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের সাইদুর রহমান খান রুবেলের ছেলে ফাহাদ খান ফাহিম এবং গোপালপুর উপজেলার চরমোহাইল হেমনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে নাঈম মাহাদী সাফি। সাফি মধুপুর উপজেলার মালাউড়ী কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় গত বুধবার রাত ১২টার দিকে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর মা।
জানা গেছে, ৮ মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় ফাহিমের। ক্রমে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। ঘুরে বেড়ায় বিভিন্ন স্থানে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপত্তিকর ছবি তোলে, শারীরিক সম্পর্ক করে। বন্ধু সাফির কাছে ওইসব ছবি শেয়ার করে ফাহিম। এসব ছবি নিয়ে ফাহিমের বন্ধু সাফি ওই তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকে। ছবি ডিলিট করার কথা বলে গত বছরের ১২ ডিসেম্বর ফাহিম বন্ধু সাফির পরিবারের ভাড়া বাসায় নিয়ে তরুণীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। এর পর গত বুধবার দুপুরে বিয়ের কথা আলাপ করতে ওই তরুণীকে সাফির বাসায় আমন্ত্রণ জানায় ফাহিম। আলাপের এক পর্যায়ে ফাহিম আবারও শারীরিক সম্পর্ক করে। গোপনে আপত্তিকর ছবি তোলে সাফি। পরে সেই ছবি দেখিয়ে সাফি সুযোগ নিতে চাইলে ফাহিম বাধা না দিয়ে সম্মতি জানায় বলে অভিযোগ ভুক্তভোগীর।
মামলার বাদীর দাবি, সেখান থেকে বের হয়ে তাঁর মেয়ে বাসায় ফিরে সব জানিয়েছে। বিশেষ একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগী তরুণী নিজে থানায় গিয়ে পুলিশকে মৌখিক অভিযোগ করে। পরে মধুপুর থানার পুলিশ তার সহযোগিতায় কৌশলে অভিযুক্ত ফাহিম ও সাফিকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির। তিনি জানান, মামলা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই অল্প সময়ের মধ্যে পুলিশ কৌশলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা ব্ল্যাকমেইল করে ভুক্তভোগী পরিবারের কাছে টাকাও দাবি করত।
এদিকে গ্রেপ্তার দু’জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ। জ্যেষ্ঠ বিচারক রোমেলা সিরাজাম অভিযুক্ত ফাহাদ খান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নাঈম মাহাদী সাফির বয়স কম থাকায় রিমান্ড না দিয়ে শিশু আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ র কর
এছাড়াও পড়ুন:
নাড়ির টানে বাড়ির পানে ছুটছে মানুষ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে গত ২৬ মার্চ থেকে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন মানুষ। বিশেষ করে বেসরকারি চাকরিজীবী যারা গতকাল অফিস শেষ করে রাজধানী ছাড়তে পারেননি তারা আজ সকাল থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন।
আজ শুক্রবার সায়েদাবাদ ও ধোলাইপাড় এবং যাত্রবাড়ী বাস কাউন্টার ঘুরে দেখা যায়, ভোর থেকে যাত্রী উপস্থিতি স্বাভাবিক। তবে বেলা ১০টর পর থেকে যাত্রী উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। প্রিয়জনের সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে পরিবার নিয়ে যাত্রীদের বাস কাউন্টারগুলোর সামনে অপেক্ষা করতে দেখা গেছে। রোজা রেখে প্রচণ্ড গরমে অনেককে এ সময় অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন ভোগান্তিতে।
সায়েদাবাদ বাস টার্মিনালে ‘রয়েল’ ও ‘স্টার লাইন’ কাউন্টারের সামনে দেখা গেছে, ফেনী-কুমিল্লাগামী যাত্রীরা অপেক্ষা করছেন। যারা টিকিট পাননি তারা দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে। তবে কাউন্টার থেকে বলা হচ্ছে, আজ এবং আগামীকালের কোনো টিকিট নেই। যারা অগ্রীম টিকিট সংগ্রহ করে রেখেছিলেন তারাই শুধু যেতে পারবেন। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুুর থেকে কয়েকটি স্পেশাল বাস চলবে বলে এ সময় কাউন্টার থেকে জানানো হয়।
অন্যদিকে বরিশাল, খুলনাগামী যাত্রীদেরও কাউন্টারে অপেক্ষা করতে দেখা গেছ। ফেনিতে পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছেন মাহবুব আলম। তিনি বলেন, ‘‘আমি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। গতকাল অফিস শেষ করে পরিবার নিয়ে আসতে পারিনি, তাই আজকে আসলাম। অন্য সময়ের চেয়ে আজ দুইশ টাকা বেশি দিয়ে টিকিট কেটেছি।’’
‘সাকুরা’ পরিবহনে পরিবার নিয়ে বরিশাল যাচ্ছেন আবু বাশার। তিনি বলেন, ‘‘সামনে ভীড় হতে পারে, তাই আমরা আজ চলে যাচ্ছি। ঈদের সময় অন্য সময়ের চেয়ে একটু বেশি ভাড়া দিতে হয়। কী করার আছে? যেতে হবে তাই মেনে নিচ্ছি।’’
সায়েদাবাদ বাস টার্মিনালে বরিশালগামী ‘এনা’ পরিবহনের বাস চালক সাইফুল ইসলাম বলেন, ‘‘যাত্রীর স্বাভাবিক চাপ রয়েছে। অগ্রীম টিকিট কাটা যাত্রী আসা মাত্রই নির্দিষ্ট সময়ে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে।’’
ডিএমপির ওয়ারী বিভাগের ট্রাফিক উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান বলেন, ‘‘ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট মুক্ত রাখতে ট্রাফিকের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক দ্বারা যেন পরিবহন চালানো না হয় সে ব্যাপারে মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়তি ভাড়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।’’
পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
এএএম//