বইমেলায় ডা. প্রিন্স ঘোষের ‘বিবর্ণ’
Published: 20th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্প ও কথা সাহিত্যিক ডা. প্রিন্স ঘোষের জীবন গল্পের বই ‘বিবর্ণ’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন হিমেল ঘোষ।
ডা. প্রিন্স ঘোষ বলেন, ‘‘একজন প্রেমিক, লেখক বা কবির অস্ত্রই হচ্ছে তার মস্তিষ্ক আর কলম। এই কলম দিয়েই পৃথিবীর বিচিত্র নিয়ম আর বিচিত্র ভালবাসাকে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সবার ভাল নাও লাগতে পারে। তবে এই বইয়ের মাধ্যমে আমার মস্তিষ্কে ঘুরে বেড়ানো ভাবনাগুলোই তুলে ধরেছি মাত্র।’’
‘‘বিবর্ণ’ মূলত আমার জীবন থেকে নেওয়া কিছু ঘটনা থেকে পাওয়া কিছু শিক্ষার প্রকাশ। গভীর আবেগ থেকে বের হয়েছে এই বিবর্ণ। বিবর্ণ আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশই বলা যায়।’’
আরো পড়ুন:
একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়
শফিক রিয়ানের উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আড়াই বছরেও চালু হয়নি মহারাজা স্কুল ট্র্যাজেডি নিয়ে নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর
ছবি: প্রথম আলো