জামালপুরে বিএনপির সম্মেলনে দলবল নিয়ে হাজির যুবলীগ নেতা
Published: 20th, February 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে হাজির হন। সম্মেলেন মাঠের এক পাশে দলবল নিয়ে তাঁর দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
নজরুল ইসলাম বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তাঁর বড় ভাই মানিক সওদাগর উপজেলা বিএনপির আহ্বায়ক। গত মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে ১৬ বছর পর বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মানিক সওদাগর। বড় ভাইয়ের পক্ষে লোকজন নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যুবলীগ নেতা নজরুল ইসলাম সম্মেলন মাঠের পশ্চিম পাশে হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা পরে দাঁড়িয়ে আছেন। আর তাঁকে ঘিরে ২০–৩০ জন যুবক দাঁড়িয়ে রয়েছেন।
সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন বিএনপির কর্মী জানান, সম্মেলনের দিন বেলা আড়াইটার দিকে দলবল নিয়ে মাঠে হাজির হন নজরুল ইসলাম। একই স্থানে দাঁড়িয়ে থেকে তিনি সম্মেলনমঞ্চের নেতাদের বক্তব্য শোনেন। তাঁর উপস্থিতির বিষয়টি নিয়ে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একপর্যায়ে সম্মেলনস্থলের উত্তর পাশে শামিয়ানার বাইরে চলে যান তিনি।
বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নজর ল ইসল ম র য বল গ ব এনপ র
এছাড়াও পড়ুন:
প্রবাসীদের শাকিবের ঈদের শুভেচ্ছা
ঈদ মানেই ঢালিউড কিং শাকিব খানের সিনেমা। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার কারণে আলোচনার তুঙ্গে এই অভিনেতা। ঈদ আনন্দে প্রবাসীদের ভোলেননি শাকিব। রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এই নায়ক।
রবিবার (৩০ মার্চ) মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ফেসবুক পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। পরে সেই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন।
এ পোস্টে শাকিব খান লেখেন, “অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।”
আরো পড়ুন:
প্রকাশ্যে ‘চাঁদ মামা’, নেটিজেনরা বলছেন ‘আগুন’
শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?
পোস্টটি দেওয়ার চার ঘণ্টায় মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার। তার ভক্ত-অনুরাগীরাও তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলে। গত ২৬ মার্চ বিকালে মুক্তির সব সংকট কেটে যায়। সেদিন সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী। শাকিব খানের আগের সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সিনেমা সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা।
‘বরবাদ’ সিনেমার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া (মাস্টার)। প্রবীণ এই ব্যবস্থাপক জানান, তাদের লক্ষ্য ১২০টির বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।
ঢাকা/শান্ত