রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে এ বছর একুশে পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

চার দশকের বেশি সময় ধরে নজরুল সংগীত চর্চা ও প্রসারে অসামান্য অবদানের জন্য এবং সংগীতের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এ বছর একুশে পদক পেয়েছেন গুণী নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। পদকটি নিজের পিতাকে উৎসর্গ করেন শিল্পী।

পদকপ্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে এদিন ফেরদৌস আরা বলেন, “শিল্পী হিসেবে আমি মনে করি, যাবতীয় কল্যাণ ও ভালোর জন্য একটি শক্তিশালী মাধ্যম হল একটি দেশের নিজস্ব সংস্কৃতি। আমি দেশপ্রেম ও দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে শুদ্ধ সংস্কৃতি চর্চা করে আসছি। বাংলাদেশের কৃষ্টি ও শুদ্ধ সংস্কৃতি চর্চার একজন নিরলস যোদ্ধা হিসেবে নিজেকে ভেবে আসছি, এবং ভাবতেও চাই। আমার এই সকল কিছুর পেছনে এবং সংগীত ভুবনে প্রবেশের জন্য যে মানুষটির অবদান আজ না বললেই নয়, তিনি হলেন আমার পিতা। ব্যক্তি জীবনে তিনি একজন প্রকৌশলী এবং উচ্চাঙ্গ সংগীত বিশারদ এএইচএম আবদুল হাই। আজকে আমাকে যে রাষ্ট্রীয় সম্মান দেয়া হলো, এটি আমি আমার বাবার উদ্দেশে উৎসর্গ করছি।”

শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ৫ জনের মধ্যে রাষ্ট্রীয় এই পুরস্কার পেয়েছেন ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান (মরণোত্তর)। এই পুরস্কারটি গ্রহণ করেন প্রয়াত আজিজুর রহমানের কন্যা আলিয়া রহমান বিন্দি।

ফেরদৌস আরা ছাড়াও এবার সংগীতে একুশে পদক পেয়েছেন উস্তাদ নীরদ বরণ চৌধুরী (মরণোত্তর)। নীরদ বরণ বড়ুয়ার মেয়ে শিল্পী ফাল্গুনী বড়ুয়া পদক গ্রহণ করেন। সশরীরে উপস্থিত হয়ে চিত্রকলা ও আলোকচিত্রে গুরুত্বপূর্ণ এই পদক গ্রহণ করেন যথাক্রমে রোকেয়া সুলতানা এবং নাসির আলী মামুন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ পদক র জন য

এছাড়াও পড়ুন:

পেনাল্টি পেতে ‘মাটিতে পড়ে অভিনয় করেছে এমবাপ্পে’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় এক মুহূর্তে পেনাল্টি দাবি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই দাবি নস্যাৎ হয়ে যাওয়ার পর কী ঘটেছিল মাঠে? ম্যাচ শেষে জানালেন আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস নিজেই।

প্রথমার্ধে তখনো ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। বুকোয়ো সাকার মিস করা পেনাল্টির ঠিক পরেই ডি-বক্সে রাইসের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান এমবাপ্পে। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজিয়ে রাইসকে একটি হলুদ কার্ড দেখান। তবে দীর্ঘ ভিএআর পর্যবেক্ষণের পর দুই সিদ্ধান্তই প্রত্যাহার করা হয়। পেনাল্টি বাতিলের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাইসও।

ম্যাচ শেষে টিএন্ডটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাইস বলেন, ‘আমি জানতাম ওটা পেনাল্টি নয়। ওর শরীরে আমার হাত ছিল, কিন্তু একজন মিডফিল্ডার হিসেবে এটা করতেই হয়। আমি সৎ একজন মানুষ, তাই সঙ্গে সঙ্গেই এমবাপ্পেকে বলেছিলাম, এটা কোনো পেনাল্টি ছিল না। ও নিজেই মাটিতে পড়ে অভিনয় করেছে। শেষ পর্যন্ত আমরা কাজটা ঠিকঠাক শেষ করেছি, এবং এটা ক্লাবের ইতিহাসে স্মরণীয় এক রাত।’

রাইসের এই সততাই হয়তো তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পা রাখে আর্সেনাল, যেখানে তারা মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজির। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফুটবলে তিন ছেলের কে কেমন, জানালেন মেসি
  • ‘কী সুন্দর তাই না, একজন শিক্ষকের এই পরিণতি’
  • ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
  • ধর্ষণের শিকার দাবি করা নারীর বক্তব্য ওসির মুঠোফোনে ধারণের পর ফেসবুকে, সমালোচনা
  • তিন ছেলের মধ্যে ফুটবলে কে সেরা, মেসি যা বললেন
  • সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 
  • ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১, দুজনকে খুঁজছে পুলিশ
  • ট্রাম্পের সাক্ষাৎকার প্রকাশ করবেন জোনাথন কার্ল
  • রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল
  • পেনাল্টি পেতে ‘মাটিতে পড়ে অভিনয় করেছে এমবাপ্পে’