মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইলিংশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার উত্তরা ও মিরপুর শাখায় বইমেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তরাতে সিনিয়র শাখায় মেলা চলে তিন দিন। আর মিরপুর শাখায় মেলা চলে দুই দিন।

গত মঙ্গলবার উত্তরা শাখায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তিন দিনের বইমেলা শুরু হয়। শেষ হয় আজ বৃহস্পতিবার।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে শাখার অধ্যক্ষ ফারাহ্‌ সোফিয়া আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের বইপাঠে অনুপ্রাণিত করা, জ্ঞানের জগতে প্রবেশাধিকার বাড়ানো এবং সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে তাদের সৃজনশীল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও এই বইমেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বিস্তৃত করবে।’

অন্যদিকে গতকাল বুধবার মিরপুর শাখায় স্কু্লের শাখাপ্রধান ও অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা যৌথভাবে স্কুলের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন।

বইমেলায় দেশি-বিদেশি ভাষার নানা বিষয়ে সমৃদ্ধ স্টল স্থান পেয়েছে। মিরপুর শাখা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল

এছাড়াও পড়ুন:

ব্যাংককে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্রসচিব

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, বিমসটেকের শীর্ষ সম্মেলন উপলক্ষে ব্যাংককে থাকাকালে অন্যান্য সদস্যদেশের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড (৩ ও ৪ এপ্রিল) ও শ্রীলঙ্কা সফর (৪ থেকে ৬ এপ্রিল) উপলক্ষে আজ শুক্রবার বিকেলে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিবকে প্রশ্ন করা হয়, ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে কি না। জবাবে বিক্রম মিশ্রি ওই উত্তর দেন।

এর আগে আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, বিমসটেক সম্মেলনের ফাঁকে শুধু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ব্রিফিংয়ে মিয়ানমার ও থাইল্যান্ডে প্রবল ভূমিকম্প সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। এই পরিস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে।

বিমসটেকের পরবর্তী সভাপতি বাংলাদেশ। এই সম্মেলনেই বাংলাদেশ সপ্তদেশীয় এই সংগঠনের সভাপতিত্ব গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের আলোয় এই সংগঠনের ভবিষ্যৎ ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জয়দীপ মজুমদার বলেন, বিমসটেক এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে ভারতের কোনো সমস্যা নেই। কারণ, সংগঠনের সাত সদস্যই এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিমসটেকের সাফল্য নিয়ে ভারত যথেষ্ট আশাবাদী। প্রত্যেক সদস্যই এর সাফল্যের জন্য ব্যগ্র।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই সময়ে চীন সফর করছেন। তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রি বলেন, এ নিয়ে বিশেষ কোনো মন্তব্য করার নেই। তিস্তা প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এটা কোনো নতুন প্রকল্প কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদ উপলক্ষে রাজধানীতে আলোকসজ্জা
  • সোনারগাঁয়ে সমাজসেবক কামালের ঈদ সামগ্রী বিতরণ 
  • ঈদে চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য থাকবে যেসব খাবার
  • বাউফলের পাঁচটি এটিএম বুথের একটিতেও টাকা নেই, ঈদের আগে বিপাকে গ্রাহকেরা
  • ঈদকে সামনে রেখে চট্টগ্রামে র‌্যাবের কঠোর নিরাপত্তা কার্যক্রম
  • চাঁদের অপেক্ষায় ঈদ
  • এক টাকায় ১৮ পণ্যের ঈদ উপহার 
  • ৯ দিনের ছুটিতে দেখুন এই ৯ সিনেমা-সিরিজ
  • ঈদযাত্রায় চাপ বেড়েছে আকাশপথেও, টিকিটের দাম দ্বিগুণ
  • ব্যাংককে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্রসচিব