মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে উঠতে গিয়ে পড়ে হাত বিচ্ছিন্ন
Published: 20th, February 2025 GMT
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে এক যাত্রীর এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন নওগাঁর আত্রাই থানার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দ্রুতযান এক্সপ্রেসে ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন প্লাটফমে থামলে আমজাদ হোসেন কিছু কিনতে নামেন। এ সময় মোবাইলে কল আসায় তিনি কথা বলতে বলতে ট্রেনে উঠার সময় হাত ফসকে পড়ে যান। এতে তার বাম হাত ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়৷
আরো পড়ুন:
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন উঠছে আজ
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে বিকেল ৩টা ৪৫ মিনিটে আসে। এ সময় এক যাত্রী প্ল্যাটফর্মে নেমে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি জিআরপি থানাকে জানানো হয়েছে।
ঢাকা/অদিত্য/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪