বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
Published: 20th, February 2025 GMT
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান (৪০) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে পলোয়ানপাড়া গ্রামে ফেলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবলীগ কর্মী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আহম্মদ হোসেন মেম্বার বাড়ির বজল আহম্মদের ছেলে। এক ছেলে ও এক মেয়ের বাবা হাসান ছোট থেকে মামার বাড়ি নোয়াপাড়ায় বেড়ে ওঠেন। সেখানে বসতি স্থাপন করে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। স্থানীয় পর্যায়ে ব্যবসার পাশাপাশি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি সদস্য সেকান্দরের সহযোগী ছিলেন। তাদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে যুবলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। পান উপজেলা যুবলীগের সদস্য পদ। তবে তাঁর বিরুদ্ধে থানায় বা এলাকায় অপকর্মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী ঝিনু আক্তার বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এলাকা ছাড়েন হাসান। দীর্ঘ ছয় মাস পর গত সোমবার রাতে বাড়িতে আসেন। সন্ত্রাসীরা খবর পেয়ে খাটের নিচে থেকে আমার স্বামীকে ধরে নিয়ে পিটিয়ে পার্শ্ববর্তী পলোয়ানপাড়া গ্রামে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। নিহতের পরিবার এখনও থানায় মামলা করেনি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর পর ১৫ ফেব্রুয়ারি পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরাস্থ আদ্যাপীঠ মন্দিরের সামনে এলোপাতাড়ি গুলি করে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
চীনে বোয়াও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার চীন সফররত মুহাম্মদ ইউনূসের বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন চীনের হাইনানে সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তৃতা দেবেন। সূত্র: বাসস
মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। এ সফরে বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন।
আগামীকাল বেইজিংয়ে মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।