কিলিয়ান এমবাপে ধীরে-ধীরে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ উপভোগ করা শুরু করেছেন। রিয়াল মাদ্রিদে আসার আগে স্বদেশী ক্লাব মোনাকো আর পিএসজির জার্সিতেও তিনি চ্যাম্পিয়নস লিগে বহু গোল করেছেন। তবে এই আসরটিতে রিয়াল ঐতিহ্যগতভাবে যেভাবে মহারণগুলো জিতে, সেখানে গোল পেলে রোমাঞ্চের শিহরণ সবাই অনুভব করবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তেমনই এক মহারণ একাই জেতালেন এমবাপে।
এমবাপের হ্যাটট্রিকে ম্যানসিটিকে ৩-১ ব্যবধানে হেসেখেলে হারিয়েছে রিয়াল। লস ব্ল্যাঙ্কসদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে ৬-৩ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে শেষ ষোলোতে নাম লেখাল রিয়াল। শেষ ষোলোতে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাটলেতিকো মাদ্রিদ অথবা বায়ার লেভারকুসেন।
প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে বেঞ্চে রেখে একাদশ সাজান সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচের চতুর্থ মিনিটে জাল খুঁজে নেওয়া এমবাপে রিয়ালকে চালকের আসনে বসিয়ে ফেলেন ৩৩তম মিনিটে লক্ষ্যভেদ করে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।
আরো পড়ুন:
দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা!
‘স্টপ ক্রায়িং ইউর হার্ট আউট’ তাঁতিয়ে দিয়েছিল ভিনিসিয়ুসকে
যোগকরা সময়ে ব্যবধান কমান নিকোলাস গোঞ্জালেজ। ওমর মারমুশের ফ্রি-কিক ক্রসবার লেগে ফিরে আসলে বল পেয়ে যান তিনি। ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার।
এমবাপেকে বহুদিন ধরেই তার শৈশবের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। এই পর্তুগিজ তারকা আবার রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। ৫ বারের ব্যালন ডি-অর জয়ী এই মহাতারকাকে দেখেই এমবাপে রিয়ালের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতেন শৈশবে। ক্যারিয়ার শুরুতেই বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ডকে বহুদিন থেকেই তাই তুলনা করা হতো রোনালদোর সঙ্গে।
ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর সাংবাদিকরা আবারও সেই প্রসঙ্গ উঠালে রিয়াললের ম্যানেজার কার্লো আনচেলত্তিও মানলেন, রোনালদোর উচ্চতা ছোঁয়ার সম্ভাবনা তিনি দেখেন এমবাপের মধ্যে। তবে কাজটা যে ভীষণ কঠিন, সেটিও মনে করিয়ে দিলেন আনচেলত্তি, “ক্রিস্তিয়ানোর পরিসংখ্যানে পৌঁছানোর মান তার (এমবাপে) আছে। তবে তাকে কাজ করে যেতে হবে। কারণ ক্রিস্তিয়ানো মানদণ্ড অনেক উঁচুতে তুলে রেখেছে। তবে এই ক্লাবে খেলা নিয়ে কিলিয়ান এত রোমাঞ্চিত… সে অবশ্যই ক্রিস্তিয়ানের পর্যায়ে যেতে পারে। কাজটা যদিও সহজ হবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে ওকে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ন এমব প
এছাড়াও পড়ুন:
ঈদে তারকারা কে কোথায়?
ঈদ আনন্দ পরিবার আত্মীয়-স্বজনের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত শহর ছেড়ে গ্রামে পাড়ি জমিয়েছেন অনেকে। তারকাদের কেউ কেউ বিদেশে উড়ে গিয়েছেন। চলুন জেনে নিই, কোন তারকা কোথায় ঈদুল ফিতর উদযাপন করছেন।
সাদিয়া ইসলাম মৌ
ঈদের ছুটিতে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় মডেল-নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। বছরজুড়ে ব্যস্ত থাকায় ঈদের সময়ে একটু অবসর পান। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন। মৌ বলেন, “ঈদের ছুটিতে ঢাকায় আছি। এই ঈদে আমার অভিনীত দুটি নাটক প্রচার হওয়ার কথা। আশা করি, দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন। আমার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছে। ঈদের দিন ওকে মিস করছি।”
জয়া আহসান
টানা শুটিং করেছেন অভিনেত্রী জয়া আহসান। ঈদুল ফিতর উপলক্ষে ছুটির মুডে আছেন। ঢাকার বাসায়ই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। জয়া আহসান বলেন, “বাসায় সবাই মিলে আমার অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’ দেখব। ঈদে প্রতিটা বাড়িতে যা রান্না হয়, আমাদের বাসাতেও সেটা রান্না হয়। তবে ঈদের দিন আমার বাসার আশপাশের বাচ্চাদের মাংস-ভাত খাওয়াব। এটা আমি তাদের জন্য নিজে হাতে রান্না করি। ঈদের দিনটা ওরা খাবে না আমি খাব, এটা ভাবতেই পারি না।”
আরো পড়ুন:
ঈদের আগে উড়াল দিলেন ফারিণ
হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?
আজমেরী হক বাঁধন
ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করছেন আজমেরী হক বাঁধন। এ অভিনেত্রী বলেন, “ঢাকায় মা-বাবা, মেয়ে ও পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করছি। ছোটবেলায় ঈদের জন্য বড়সড় পরিকল্পনা করতাম। এখন মেয়ে পরিকল্পনা করে, এটা ভালো লাগে। ঈদে যারা গ্রামে গিয়েছেন, তাদের ঈদ বেশি আনন্দের হোক এটাই প্রত্যাশা করি।”
জাকিয়া বারী মম
রাজধানী ঢাকায় কাটছে লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মমর ঈদুল ফিতর। তার মা, ভাই ও ভাবি হজে গিয়েছেন। ফলে, তাদেরকে মিস করছেন। মম বলেন, “মা-ভাই-ভাবি ফিরে এলেই মূলত আমার ঈদ শুরু হবে। তাই আপাতত বড় কোনো পরিকল্পনা করিনি।”
পরীমণি
দুই সন্তানকে নিয়ে ঢাকায় ঈদুল ফিতর উদযাপন করছেন চিত্রনায়িকা পরীমণি। তার ঈদের আনন্দ দুই সন্তানকে ঘিরেই। এই চিত্রনায়িকা বলেন, “আমার সব আনন্দের মূলে ওরা দুজন। ঈদের আনন্দও ওদের নিয়েই। ঈদের ছুটিতে ঢাকাতেই আছি। সন্তানদের নিয়ে ঘুরতে যেতে পারি। তবে নানাকে মিস করছি। আমার নানাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।”
তাসনিয়া ফারিণ
ঈদুল ফিতরের আগে যুক্তরাজ্যে উড়ে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করেন। স্বামীর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে দূরদেশে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী। তবে যাওয়ার আগে স্বামীর জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছেন এই শিল্পী।
তানজিম সাইয়ারা তটিনী
এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী তটিনী। অন্য তারকাদের মতো ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করছেন না। বরং নিজ বাড়ি বরিশালে গিয়েছেন; যেখানে তার শৈশব কেটেছে। এই অভিনেত্রী বলেন, “বরিশালে আমার অনেক স্মৃতি। ব্যস্ততার কারণে কয়েকবছর যাওয়া হয়নি। এবার আগে থেকেই পরিকল্পনা করেছিলাম ঈদের ছুটিতে বরিশাল যাব, কয়েকটি দিন কাটাব। বরিশাল আমার প্রিয় শহর। এখানে আমার নানাবাড়ি-দাদাবাড়ি।”
ঢাকা/শান্ত