কর্মস্থলে যাচ্ছিলেন যুবক, পথে কুপিয়ে হত্যা
Published: 20th, February 2025 GMT
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ২২ তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আল আমিন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান ছিলেন।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেলে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন এসে তাঁর গতি রোধ করে। এর পর শরীরের পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার ওসি আরও বলেন, হত্যার কারণ অনুসন্ধান এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা থানায় আসবেন। তখন মামলা হতে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা
চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
হামলার শিকার জসিম উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের গণপূর্ত অফিসের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে একদল সন্ত্রাসী তাদের ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। এ সময় তাদের উপর হামলে পড়ে কিল-ঘুষি, লাথি দেয়। পরে ওই দুই সমন্বয়ককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর
মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি
সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/বাদল/বকুল