আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুলশান সোসাইটি লিটফেস্টের আদলে আয়োজন করেছে ‘গুলশান সোসাইটি ভাষা উৎসব ২০২৫’। দুই দিনব্যাপী এ উৎসব গুলশান লেকপার্কে শুরু হবে আগামীকাল ২১ ফেব্রুয়ারি।

ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানাতে আয়োজিত এই উৎসবে থাকবে প্যানেল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ভাষায় অধিবেশন, যেখানে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশের অন্যান্য ভাষার গুরুত্ব ও বৈচিত্র্য তুলে ধরা হবে। দুই দিনের এই আয়োজনে ১৫টির বেশি সুপরিকল্পিত অধিবেশনে অংশ নেবেন খ্যাতিমান সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিন্তক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

লিটফেস্টের আদলে সাজানো এ আয়োজনে শিমুল মুস্তাফা ও ডালিয়া আহমেদের আবৃত্তি, সায়ানের গান, মো.

নাজিম উদ্দিনের ‘দ্য ভিঞ্চি ক্লাব’ নিয়ে বুক টক, তাসনীম খলিলের সঙ্গে আনফিল্টার্ড কথোপকথন, ওয়ার্দা ও এফ মাইনরের নানাভাষী গান, চন্দ্রশেখর সাহার জামদানির ভাষা নিয়ে আলোচনা, জয়িতার পাঠগীতি এবং আরও অনেক আড্ডা-গান চলবে দুদিন।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে একটি স্বল্প পরিসরের বইমেলা, যেখানে সমৃদ্ধ সাহিত্যকর্মের সমাহার থাকবে। একটি ফুডকোর্টে থাকবে নানা রকম মুখরোচক খাবার; এবং অংশগ্রহণমূলক বিভিন্ন সৃজনশীল কার্যক্রম। গুলশান সোসাইটি শহীদ দিবস উপলক্ষে পার্কের ভেতরে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করেছে, যেখানে নাগরিকেরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

এই ভাষা উৎসবটি ভাষার সৌন্দর্যকে উদ্‌যাপনের পাশাপাশি বাংলাদেশি ঐতিহ্য ও বহুভাষিকতার গুরুত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করার এক অনন্য সুযোগ তৈরি করবে বলে মনে করেন আয়োজকেরা।

এই আয়োজনে সহযোগী হিসেবে আছে প্রধান পৃষ্ঠপোষক: ইস্টার্ণ ব্যাংক লিমিটেড; চিকিৎসা সহায়তা: অ্যাসেন্ট হেলথ; ইন্টারনেট পার্টনার: রেড ডাটা; ফুডকোর্ট পার্টনার: পাঠাও ফুডস; স্ট্রিট আর্ট পার্টনার: অ্যাকোয়া পেইন্টস/এলিট স্টিল; এবং ইভেন্ট পার্টনার: যাত্রিক প্রোডাকশনস।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট প র টন র

এছাড়াও পড়ুন:

কিংবদন্তিরা ‘চুল আঁচড়ানো–শেভ করা’ নিয়ে কথা বলায় ঈদ আড্ডায় নাসিমের বিরক্তি

সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতেও বাজেভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণে সাবেকদের বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে বর্তমান ক্রিকেটারদের।

সমালোচনায় আপত্তি না থাকলেও অনেক সময় সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায় বলে অভিযোগ বর্তমান ক্রিকেটারদের। ঈদ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্যোগে আয়োজিত এক আড্ডায় সাবেক ক্রিকেটারদের একহাত নিয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। দেশের কিংবদন্তি ক্রিকেটাররা খেলায় ভুল ধরার পরিবর্তে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলেন বলে মন্তব্য করেছেন নাসিম।

ঈদ উপলক্ষে আড্ডাটিতে নাসিম ছাড়াও অতিথি হিসেবে ছিলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ব্যাটসম্যান ফখর জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুনপাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন পেসার নাসিম শাহ১১ ফেব্রুয়ারি ২০২৫

অনুষ্ঠানের শেষ দিকে টেলিভিশন টক শোতে হওয়া সমালোচনার প্রসঙ্গে জানতে চাইলে নাসিম বলেছেন, ‘একজন ভক্ত যখন এমন কিছু বলেন (ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য), আপনি ভাবতে পারেন, “ওহ, এই লোক কখনো ক্রিকেট খেলেনি।” আমরা যখন বাসায় যাই, তখন আমাদের ভাইয়েরাও অনেক সময় এমন এমন কথা বলে, যা শুনে আমরা বলি, “আচ্ছা ঠিক আছে, সে কখনো ক্রিকেট খেলেনি।”’

নাসিম আরও যোগ করে বলেন, ‘কিন্তু এমন, কেউ যিনি ১০ থেকে ১৫ বছর ক্রিকেট খেলেছেন (তাঁদের বলাটা দুঃখজনক)। দেখুন, পারফরম্যান্স নিয়ে আপনি কথা বলুন, কেউ ভালো বোলিং করছে না সেটা নিয়ে কথা বলুন, কেউ ভালো ব্যাটিং করছে না সেটা নিয়েও বলতে পারেন। কীভাবে ভালো হতে পারে, কোথায় ভুল ছিল, সেসব নিয়ে আলাপ হোক। কিন্তু অনেক বেশি ব্যক্তিগত বিষয় কথা বলা (উচিত নয়)।’

আরও পড়ুন‘৮ কেজি খাসির মাংস খাওয়া’ বাবরদের ফিল্ডিংকে ‘অর্ডিনারি’ বললেন গম্ভীর ২৫ অক্টোবর ২০২৩

সাবেক ক্রিকেটাররা কী ধরনের সমালোচনা করেন, তা জানিয়ে নাসিম বলেন, ‘কেউ চুল কীভাবে আঁচড়েছে, কথা কীভাবে বলছে, শেভ কীভাবে করছে—এসব নিয়ে কথা বলাটা ব্যক্তিগতভাবে আঘাত করে। অথচ তাদের আমরা কিংবদন্তি হিসেবে দেখি। এখন আমরা কি তাদের এড়িয়ে যেতে শুরু করব? কারণ, তারা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে। আমাদের মনে হয়, “আরে এরাও আমার ভাই বা সাধারণ দর্শকদের মতো কথা বলছে।” সমর্থকদের বিষয়টা মানা যায়। কিন্তু ১০ থেকে ১৫ বছর খেলার পর এভাবে যদি কেউ কথা বলে, তবে সেটা মানা যায় না।’

সম্পর্কিত নিবন্ধ

  • হাতিরঝিলে নৌ ভ্রমণ বাড়িয়েছে ঈদের আনন্দ 
  • আগারগাঁওয়ে চলছে ঈদমেলা
  • প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
  • অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
  • ঈদেও থেমে নেই হামলা, গাজায় নিহত অন্তত ৮০
  • অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন
  • কলকাতায় ঈদের দিন স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মিছিল
  • ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্র ও রিসোর্টের ব্যবসা কেমন, আছে নানা অফার
  • কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতজুড়ে ঈদ উদযাপন
  • কিংবদন্তিরা ‘চুল আঁচড়ানো–শেভ করা’ নিয়ে কথা বলায় ঈদ আড্ডায় নাসিমের বিরক্তি