চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে ১৩ রান করতেই ১১ হাজার রান হয় ভারতীয় ওপেনারের।

রোহিত শর্মা ১১ হাজার রান করার পথে শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন। দ্রুততম ১১ হাজার রানের পথে তার চেয়ে এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি।

ভারতের হয়ে বিরাট ২২২ ম্যাচে ১১ হাজার রান করার কীর্তি গড়েন। মিডল অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করা রোহিত শর্মা নিলেন ২৬১ ম্যাচ। শচীন টেন্ডুলকার ২৭৬ ম্যাচে ওই মাইলফলক স্পর্শ করেছিলেন। রিকি পন্টিং ১১ হাজার রান করেছিলেন ২৮৬ ইনিংসে। সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২ ইনিংস বেশি।

রোহিত শর্মা ১১ হাজার রান করা চতুর্থ ভারতীয়। তার আগে শচীন-সৌরভ ও বিরাট ওই কীর্তি গড়েছেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১০ম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের ঘরে ঢুকেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ১১ হ জ র র ন র

এছাড়াও পড়ুন:

‘বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়’

বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়, আজকের দিনে এই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ‘আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে আমরা সব সময় আছি।’

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। আড়াইহাজার উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, তারা যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদের স্বপ্ন লালন করে সমাজ থেকে সব বৈষম্য দূর করতে হবে। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। যদি তা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ভিপি কবির হোসেন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ