চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফের পদত্যাগ ও ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এই দাবিতে আজ বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।

আজ দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। এই ভবনে উপাচার্য, দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। কর্মসূচি শেষ হয় বেলা তিনটায়। অবস্থান কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা ফেসবুকে দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিভিন্ন পোস্ট ও কমেন্টের পোস্টার প্রদর্শনী করেছেন।

কর্মসূচিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, ‘যাঁরা অন্যায়ের প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, তাঁদের বহিষ্কার করা হয়। কিন্তু যাঁরা অন্যায় করেন, মব নিয়ে হামলা করেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমনটা চলতে দেওয়া যায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া যাবে না। অবিলম্বে এই প্রক্টরকে পদত্যাগ করতে হবে। কুরুচিপূর্ণ মনোভাবের জন্য ক্ষমা চাইতে হবে।’

বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ছাত্রীদের বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। অথচ যেসব ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। অন্যায়ভাবে দেওয়া এই বহিষ্কারাদেশ বাতিল করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তাঁরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া এই কর্মসূচির সঞ্চালনা করেন।

বহিষ্কৃত ছাত্রীদের সংবাদ সম্মেলন, উপাচার্যকে চিঠি

এদিকে বেলা তিনটায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী। এতে লিখিত বক্তব্য পাঠে এক শিক্ষার্থী বলেন, তাঁরা সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছেন। তাই তাঁরা নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন। নতুন কমিটিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষক রাখতে হবে। আর অভিযুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি রাখতে হবে।

সংবাদ সম্মেলন শেষে উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারকে চিঠি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল চারটায় উপাচার্যকে এই চিঠি দেন তাঁরা। এতে উপাচার্যকে আহ্বান করে শিক্ষার্থীরা বলেন, ‘প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে অপসারণ করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করুন।’

উল্লেখ্য, সহকারী প্রক্টরকে শারীরিক লাঞ্ছনা ও ধর্ম অবমাননার ঘটনায় চলতি ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এর আগে ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলীকে শারীরিক লাঞ্ছনা করতে দেখা গেছে এক ছাত্রীকে। এ ছাড়া কয়েকটি ভিডিওতে প্রক্টরিয়াল বডির একাধিক সদস্যকে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য

এছাড়াও পড়ুন:

তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিগত বছরে যারা মামলা হামলা করে দল করেছে, তাদেরকে নতুন বিএনপির ভিড়ে যেনো হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া  জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঐতিহ্যের উজ্জ্বল কান্ডারি
  • নতুন আইটেম গানে প্রশংসিত তামান্না কত টাকা নিলেন?
  • দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত বিএনপির ২ নেতার পদ স্থগিত
  • চাঁদাবাজির প্রতিবাদকারীর নামে মামলা দিলেন জবি ছাত্রদল নেতা
  • চাল না পেয়ে জেলেদের ইউপি পরিষদ ঘেরাও
  • ১৯০ বিঘা খাস জমি দখলে নিতে সংঘর্ষ, নিহত ১
  • ফুলবাড়ীতে কালবৈশাখী: গাছ উপড়ে ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু 
  • টাকা দিয়েও পছন্দের সিট পাননি ইমন, আনলেন হেনস্থার অভিযোগ
  • গাজার জন্য সমব্যথী নারী
  • তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী