দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় ডিসেম্বরে নির্বাচন সম্ভব হবে: আলী রীয়াজ
Published: 20th, February 2025 GMT
জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আশাবাদী যে বড় পরিসরে এটি (সংস্কার) করা সম্ভব। এটি অসম্ভব নয় এবং আমি আরও আশাবাদী। কারণ, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’
অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রীয়াজ বলেন, ‘আমি মনে করি, আমাদের আশাবাদী হওয়া উচিত’, যদিও অনেকেই এ বিষয়ে ‘খুবই হতাশাবাদী’ এবং কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক রাজনীতি পড়ানো এই শিক্ষাবিদ বলেন, শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণও ভোটের অপেক্ষায় আছে। কারণ, তারা গত ১৭ বছরে ভোট দিতে পারেনি।
তিনি বলেন, ‘এটি একটি আদর্শ রূপরেখা। আমি মনে করি, (সংস্কারের মাধ্যমে) নির্বাচন সম্ভব। কারণ, এই মুহূর্তে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিকরাও ভোট দিতে চায়।’
রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার ‘যতটুকু প্রয়োজন তার একদিনও বেশি ক্ষমতায় থাকতে চায় না।’
সংবিধান ও নির্বাচন ব্যবস্থাসহ প্রধান খাত বা প্রতিষ্ঠানের জন্য ছয়টি কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল।
১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করার সময় ঐকমত্য কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী সংস্কার এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে।
অধ্যাপক ড.
জাতীয় ঐক্য কমিশনের কর্মপরিকল্পনা
অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশনের প্রথম কাজ হবে রাজনৈতিক দলগুলোকে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরবরাহ করা, যা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এসব প্রতিবেদন পর্যালোচনা করে মূল প্রস্তাবগুলো চিহ্নিত করবে এবং কোন সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জরুরি তা নির্ধারণ করবে।
কমিশনের সহসভাপতি জানান, এখন পর্যন্ত এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন উভয়েই এর অপরিহার্যতা স্বীকার করেছে।
জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান রীয়াজ বলেন, ‘আমরা এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করতে চাই না। কারণ, ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস এটিকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্যায় হিসেবে উল্লেখ করেছেন। যেখানে ‘সংলাপ ও পদক্ষেপ একসঙ্গে এগিয়ে যেতে হবে।’
তবে তিনি মনে করিয়ে দেন যে, ঐক্য কমিশনকে ছয় মাসের মধ্যে সংস্কার ইস্যুগুলোর ওপর ঐকমত্যে পৌঁছানোর কাজ শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলোর নির্ধারিত সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানানো জরুরি এবং জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব থাকায় প্রক্রিয়াটি দ্রুততর করার প্রচেষ্টা চলছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘যদি বড় দলগুলো এবং সংখ্যাগরিষ্ঠ দল সংবিধান সংস্কারের কোনো প্রস্তাবে একমত হয়, তাহলে সেটিকে গৃহীত হিসেবে বিবেচনা করে অন্য ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়া যাবে।’
তিনি বলেন, ছয়টি কমিশন তাদের সুপারিশ প্রদান করেছে, তবে রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিকল্প প্রস্তাবও থাকতে পারে, যা তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ, শেষ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের হাতেই শাসনভার থাকবে।
ড. রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় স্বার্থের সঙ্গে তাদের রাজনৈতিক অগ্রাধিকারগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা।
জাতীয় সনদ
রাষ্ট্রবিজ্ঞানী রীয়াজ বলেন, গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পন্ন হওয়ার পর প্রক্রিয়াটি একটি জাতীয় সনদে পরিণত হবে, যা ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘জাতীয় সনদ হবে পথনির্দেশক। যেই ক্ষমতায় আসুক, জনগণ জানবে যে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।’
কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে যে- কোন সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে, কোনগুলো নতুন সংসদে তোলা হবে এবং কোনগুলো গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।
ড. রীয়াজ বলেন, কমিশনের কাজ হলো আলোচনা পরিচালনা করা এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটি কার্যকর পথ তৈরি করা। তবে ‘এখানে কোনো একক পথ নেই’।
অধ্যাপক আলী রীয়াজ জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছামতো সংস্কারগুলো নির্ধারণ করবে এবং তাদের সম্মত সুপারিশগুলো সুনির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘এই চুক্তিগুলো প্রকাশের কারণ হলো- এক্ষেত্রে নাগরিকদের সম্পৃক্ত করা।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কী ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে তা জনগণের জানার অধিকার রয়েছে।’
সংবিধান বিশেষজ্ঞ ড. রীয়াজ বলেন, জনগণের সম্পৃক্ততা একটি অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে। যদিও জনসাধারণের সরাসরি মতামতের জন্য প্রক্রিয়া এখনও নির্ধারণ করা হয়নি।
সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি
রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছাবে কিনা—এ বিষয়ে জল্পনা-কল্পনা সম্পর্কে জানতে চাইলে রীয়াজ বলেন, আমি আশা করি, দলগুলো ভবিষ্যতের দিকে নজর রাখবে। তিনি বলেন, ‘আসুন আমরা অতীতের মতো বন্দি হয়ে না থাকি।’
তিনি বলেন, অতীতে বাংলাদেশ রাজনৈতিক ঐকমত্যের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সফল চুক্তির দৃষ্টান্তও রয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
তিনি আরও বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ১,৪০০-এর বেশি প্রাণহানি ঘটার পর রাজনৈতিক দলগুলো এখন সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করছে।
রিয়াজ বলেন, ‘কোনো দলই বলছে না যে সবকিছু ঠিক আছে। সবাই স্বীকার করছে যে শাসনব্যবস্থা, বিচার বিভাগ বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঠামোগত সংস্কার প্রয়োজন।’ তবে তিনি বলেন, দলগুলোর প্রতিশ্রুতির মাত্রা ভিন্ন হতে পারে।
অধ্যাপক রীয়াজ বলেন, ‘প্রতিটি দল সংস্কার চাইলেও তাদের অগ্রাধিকার আলাদা হতে পারে। আমাদের কাজ হলো আলোচনা সহজতর করে সাধারণ ভিত্তি খুঁজে বের করা।
নির্বাচনের পর সংস্কার প্রস্তাবগুলোর ভাগ্য সম্পর্কে জানতে চাইলে রীয়াজ পরামর্শ দেন যে, রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ঐকমত্য কমিশনের চূড়ান্ত লক্ষ্য হলো একটি বাধ্যতামূলক জাতীয় সনদ প্রতিষ্ঠা করা, যা সমস্ত দল নির্বাচনের আগে ও পরে মেনে চলবে।
রীয়াজ বলেন, ‘এটি আদর্শ রূপরেখা।’ তবে তিনি আরও বলেন, এটি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করে তারা কীভাবে প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে।
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ
অধ্যাপক রীয়াজ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের আওতায় আনতেই হবে।
তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি চলমান জাতীয় ঐক্য আলোচনার অংশ হবে না কারণ এটি আলাদা বিচারিক ও সরকারি প্রক্রিয়ার আওতায় পড়বে বলে তিনি জানান। তিনি বলেন, জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের হাতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নথি সংরক্ষণ করেছে।
আলী রীয়াজ বলেন, ‘এই দায় একজন ব্যক্তির। এটি আমাদের কমিশনের আলোচনার বিষয় নয় বরং এটি একটি বিচারিক প্রক্রিয়া, যা অন্তর্বর্তীকালীন সরকারকে মোকাবিলা করতে হবে।’
তিনি উল্লেখ করেন যে, আওয়ামী লীগের ইতিহাস আদর্শিক উদ্বেগের কথা তুলে ধরে। এক্ষেত্রে তিনি ১৯৭২-৭৫ সালের আওয়ামী শাসন এবং ২০০৯-২০২৪ পর্যন্ত শেখ হাসিনার শাসনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এটি একই রাজনৈতিক দল (আওয়ামী লীগ), যা ব্যক্তিবাদী স্বৈরাচারের জন্ম দিয়েছে। তাই তাদের আদর্শে অবশ্যই কিছু ভুল রয়েছে। এটি কেবল একটি ঘটনা হতে পারে না। এটি একবার ঘটেনি বরং দুইবার ঘটেছে।’
তিনি আরও বলেন, উভয় ক্ষেত্রেই এটি ‘সতর্কতার সঙ্গে করা হয়েছিল। এটি পূর্ব পরিকল্পিত ছিল, যা ইঙ্গিত দেয় যে এটি ওই রাজনৈতিক দলের আদর্শ এবং আমার তা ভুলে যেতে পারি না।’ ড. রীয়াজ বলেন, ‘এটি আমাদের কাঠামোগত সংস্কার থেকে বিরত রাখা উচিত নয়।’
সংবিধান সংস্কার
সংবিধান সংস্কার কমিশনের প্রধান রীয়াজ বলেন, তাদের সুপারিশগুলো নির্বাহী আদেশে চাপিয়ে দেওয়া যাবে না, বরং এটি জাতীয় ঐকমত্য এবং সুস্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।
তিনি বলেন, ‘সংবিধান সংস্কারে বিভিন্ন পথ রয়েছে— সংবিধান সভা, গণভোট বা সমঝোতার মাধ্যমে। বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিখতে পারে বা নিজস্ব পথ তৈরি করতে পারে।’
সংবিধান সংস্কার কমিশনের এই প্রধান জোর দিয়ে বলেন, কমিশনের ভূমিকা ছিল সংবিধান পর্যালোচনা করা, ফাঁকগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা- সংস্কার প্রক্রিয়াকে নির্দেশ করা নয়।
তিনি বলেন, ‘আমরা কখনও ‘সংশোধন’ শব্দটি ব্যবহার করিনি। এক্ষেত্রে আমরা সংস্কারের প্রয়োজনীয় ধারাগুলো তুলে ধরেছি। কী গ্রহণ করবে এবং কীভাবে বাস্তবায়ন করবে তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর বর্তাবে।’
তিনি উল্লেখ করেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনসহ কিছু প্রস্তাবের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন প্রয়োজন।
আলী রীয়াজ বলেন, প্রথমে রাজনৈতিক দলগুলোকে নির্ধারণ করতে হবে কোন পরিবর্তনগুলো প্রয়োজন, তারপর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে।
উপসংহার টেনে তিনি বলেন, ‘আসুন প্রথমে নির্ধারণ করি কী পরিবর্তন প্রয়োজন। তারপর বাস্তবায়নের কথা ভাববো। আগে জাতীয় সনদটি তৈরি করা হোক।
উৎস: Samakal
কীওয়ার্ড: র য় জ বল ন জ ত য় সনদ য় ঐকমত য ন র জন য সরক র র র বর ত র র জন আম দ র প রথম আওয় ম আদর শ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল শাখা ।
বুধবার (২৬ মার্চ) বিকেলে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় সহ সভপতি ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো: সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মাদ ওবায়দুর রহমান ও কেন্দ্রীয় সদস্য মো: জাকির হোসেনসহ নারায়ণগঞ্জ মহানগর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ওমরপুর জামে মসজিদের খতিব।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রীপরিষদের সবাই এই দেশে নানা অপকর্ম করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এদেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে। বিএনপি এদেশের জনগণের দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনও এদেশে রয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেন জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে আর ছিনিমিনি খেলতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিএনপি যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, সেই আন্দোলনকে যেন তারা কোন প্রকার বাধাগ্রস্ত না করতে পারে সেই দিকে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।