স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে ২১ ফেব্রুয়ারি মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে সরে এসেছে ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে শুক্রবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাভাবিকভাবেই মেট্রোরেল চলবে। এ ছাড়া, কর্মবিরতি ৩০ দিন স্থগিতের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত করা না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।

কর্মীরা জানান, বৃহস্পতিবার কয়েক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দেন। কর্মকর্তাদের আশ্বাসে আপাতত কর্মবিরতি থেকে সরে এসেছেন তারা।

তারা জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ৩০ ক্যালেন্ডার দিন গণনা শুরু হবে। কর্তৃপক্ষ আগামী ২২ মার্চের মধ্যে আধুনিক ও বাস্তবসম্মত চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ