ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরিবিষয়ক সেমিনার
Published: 20th, February 2025 GMT
শিক্ষার্থীরা কীভাবে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করবেন, সেসব বিষয়ে ধারণা দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় চাকরিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার ফেস্ট’ নামে এ সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন ক্যারিয়ার পরামর্শদাতা ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ চাকরির ক্ষেত্রে কোন বিষয়ে পড়েছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমাদের ইংরেজিতে পারদর্শী হতে হবে। যাঁরা ভালো ইংরেজি জানেন, তাঁদের চাকরির অভাব হয় না।’
লেখক ও ক্যারিয়ার পরামর্শক রবিউল আলম লুইপা বলেন, ‘একাডেমিক পড়াশোনা ও চাকরির প্রস্তুতির মধ্যে অনেক পার্থক্য। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যখন চাকরির বাজারে যায়, তখন বোঝে চাকরির বাজার কত কঠিন। প্রাইভেট হোক বা সরকারি চাকরি, যে সেক্টরে যেতে আগ্রহী, সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে চাকরিতে প্রবেশ অনেকটাই সহজ হয়ে যাবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকেও জোর দিতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ব্যর্থতা এলেও হতাশ হওয়া যাবে না। লক্ষ্যকে পূরণ করতে চেষ্টা চালিয়ে যেতে হবে। বেসরকারি চাকরিতে ভালো করতে হলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে হবে। পড়ালেখার বাইরেও কিছু কাজ করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল ও উপস্থাপনাশৈলী ভালো হতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, আলোচক হিসেবে ছিলেন রবিউল আলম লুইপা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর র
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির
সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল, গতকাল কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি-ব্যাখ্যায় দলটি সে অবস্থানই প্রকাশ করেছে। অর্থাৎ সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলোতে বিএনপির জোরালো আপত্তি রয়েছে।
তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, কিছু কিছু বিষয়ে কমিশনের যুক্তিসংগত সুপারিশ গ্রহণের জন্য বিবেচনা করছে বিএনপি। সে বিষয়গুলো দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিনভর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে আলোচনা হয়। তবে আলোচনা শেষ হয়নি। আগামী রোববার আবারও আলোচনা হবে বলে ঐকমত্য কমিশন ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব (প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ) নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে