প্রকৃতির রুক্ষতা কেটে দিয়ে বসন্ত জানান দিয়েছে তার বার্তা। ষড়ঋতুর এই দেশে বসন্ত নিয়ে আসে নানা রঙ, সৌন্দর্য্য। বসন্ত কোকিল-পাপিয়ার মতো মানুষের মাঝেও আনন্দ নিয়ে এসেছে।

এ বসন্তকে বরণ করতে নানা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ‘বন বিথীকার আঙিনায় ফাগুনের ইঙ্গিত’ শিরোনামে বসন্তকে বরণের আয়োজন করেন বিভাগটির শিক্ষার্থী ও শিক্ষকরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.

সাবিনা শরমীন। এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানসহ সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ উৎসবকে কেন্দ্র করেন ছেলে-মেয়েদের বাসন্তী রঙের পাঞ্জাবী-শাড়ি পরতে দেখা যায়। একই আনন্দ ছড়িয়ে গেছে শিক্ষকদের মাঝেও। বসন্তকে বরণ করতে গান, কবিতা, নাচ, আবৃত্তি ও নাটকের আয়োজন করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রম ও চর্চা করার চেষ্টা করি। প্রতিবারের মত এবারও প্রকৃতিতে বসন্তের আগমন উপলক্ষে আমরা বসন্ত উৎসব আয়োজন করেছি। 

শিক্ষার্থী প্রিয়া আফরোজ বলেন, “সাংস্কৃতিক আয়োজনে সমাজবিজ্ঞান বিভাগ বরাবরই এগিয়ে। বসন্তকে বরণ করতে আমাদের আজকের এই বর্ণিল আয়োজন; সেজেছি পুরো সমাজবিজ্ঞান পরিবার।”

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, “সমাজবিজ্ঞান বিভাগের আঙিনায় বসন্ত এসেছে। আজকের এ আয়োজনের মধ্য দিয়ে বসন্তের আগমন আরো সুস্পষ্ট ও প্রাণবন্তভাবে ধরা দিয়েছে। সবাইকে বাসন্তী শুভেচ্ছা ও ভালোবাসা।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বসন ত

এছাড়াও পড়ুন:

সেইলরের বৈশাখ আয়োজন

বৈশাখ মানেই বাঙালির কাছে নতুন বছরের নতুন উৎসব। বৈশাখের এই আনন্দ ও উৎসব সকল নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে সেইলর নিয়ে এসেছে বৈচিত্র্যময় বৈশাখ কালেকশন।

সেইলরের বৈশাখ কালেকশনে রয়েছে পুরুষের পাঞ্জাবি, পাঞ্জাবি সেট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি এবং বাচ্চাদের জন্য রয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের জন্য রয়েছে থ্রি পিস, টু পিস ও নানা রঙের কুর্তি কালেকশন। 

বৈশাখের গরম আবহাওয়ায় আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ ডিজাইনের সেইলর রেয়ন পপলিন, সেইলর ভয়েল, লুম জ্যাকার্ড এবং সেইলর গ্রিড লাক্সারি এর মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে। নারীদের পোশাকেও সেইলর রেয়ন পপলিন, সেইলর রেয়ন জ্যাকার্ড ব্লেন্ডেড স্লিক, শিফন সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দেয়া হয়েছে।

বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সকল ডিজাইনে বৈশাখের কালেকশন সাজিয়েছে সেইলর।

পরিবারের সব সদস্যের সাথে নিয়ে বৈশাখ পালন করতে সেইলরে নিয়ে এসেছে কাপল, বাবা-ছেলে এবং মা-মেয়ে সহ আরো বিভিন্ন কম্বো কালেকশন।
বাংলা নতুন বছরের নতুন ডিজাইনের বৈশাখের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেট ও অনলাইনে।

সম্পর্কিত নিবন্ধ

  • চীনের আগমনে বাংলাদেশের পানিসম্পদ নিয়ে নতুন দৃশ্যপট
  • আদিবাসীদের সঙ্গে নিয়েই পথ চলতে হবে
  • জাতির আসল পরিচয় তার সংস্কৃতি
  • দেশজুড়ে মেলার উৎসব-উদ্দীপনা
  • সংগীতের আবহে উৎসব
  • চৈত্র সংক্রান্তিতে বেরোবিতে ঘুড়ি উৎসব আয়োজিত
  • বৈশাখে শতবর্ষীয় বাঁশির সুর বাজে যে গ্রামে
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি উৎসব, শিকড়ে ফেরা, রঙে রাঙানো একদিন
  • নতুন প্রেমিকার হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান
  • সেইলরের বৈশাখ আয়োজন