সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শতরানের আগেই অলআউট হওয়ার শঙ্কা পড়া দলকে ইতিহাসগড়া জুটিতে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। দুজনেই খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। যদিও জাকের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুযোগ মিস করেছেন, তবে হাতছাড়া করেননি হৃদয়।

দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো শান্তর দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯.

৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। জাকের ৬৮ আর হৃদয় ১০০ রান করে আউট হন। ভারতের পক্ষে ৫৩ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া ৩১ রান খরচায় হার্শিত রানা ৩ আর ৪৩ রান খরচায় ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলের খাতায় ৩৫ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শুরুর দুই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে দলকে চাপে ফেলেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস শুরুর প্রথম ওভারে শামির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের ওভারে হার্শিত রানাকে মারতে গিয়ে শর্ট কাভারে কোহলিকে ক্যাচ তুলে দেন শান্ত। ২ বল খেলে তিনিও রানের খাতা খুলতে পারেননি।

দলের খাতায় ২ রান যোগ হতে ২ উইকেট হারানো দলের হাল ধরতে ক্রিজে নামেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু শামির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি।

তখন পর্যন্ত বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন ওপেনার তানজিদ তামিম। একপ্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের রানের খাতা সচল রাখছিলেন তিনি। কিন্তু ভারতের স্পিন আক্রমণের শুরুটাই সামলাতে পারলেন না তিনি। অক্ষর প্যাটেলকে প্রথম বলে ডিফেন্স করার পরের বলে কট বিহাইন্ড হন তিনি। ২৫ বলে ৪ চারের মারে ২৫ রানে থামেন তিনি। দলের খাতায় তখন ৩৫ রান, নেই ৪ উইকেট। ক্রিজে নেমে দলের হাল ধরবেন অভিজ্ঞ মুশফিক। কিন্তু প্রথম বলেই কট বিহাইন্ড তিনিও। স্লিপে রোহিত শর্মা ক্যাচ না ছাড়লে জাকের আলীকে আউট করে হ্যাটট্রিকও পূর্ণ করে নিতে পারতেন অক্ষর।

সে জীবন পেয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জাকের। হৃদয়ের সঙ্গে গড়েন ইতিহাস গড়া জুটি। ১১৪ বলে ৪ চারের মারে ৬৮ রান করে জাকের যখন আউট হন, ততক্ষণের তাদের জুটি দেড়শ পেরিয়ে পৌঁছায় ১৫৪ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার।

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি-ই নয়, জাকের ও হৃদয়ের এ জুটিতে ওয়ানডেতে ভারতের বিপক্ষেও ষষ্ঠ উইকেটে যেকোনো দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার।

এদিকে জাকের সেঞ্চুরির সুযোগ মিস করলেও হাতছাড়া করেননি হৃদয়। যদিও শেষদিকে পা ক্র্যাম্প করায় তাকে বেশ ভুগতে হয়েছিল। ঠিকঠাক ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করে ইনিংসের শেষ ওভারে ক্যাচ তুলে দেন তিনি। তাতে থামে বাংলাদেশের ইনিংসও। ওয়ানডে ক্যারিয়ারে এটি হৃদয়ের প্রথম সেঞ্চুরি।

এএ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: র ন কর উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

নলছিটিতে সাব-রেজিস্ট্রারের ঘুষ-দুর্নীতির অভিযোগে দলিল লেখকদের কর্মবিরতি

নলছিটি উপজেলার সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন উপজেলার সকল দলিল লেখক। তাদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার মুনা যোগদানের পর থেকেই দলিল লেখকদের কাছ থেকে শ্রেণিভেদে অতিরিক্ত কমিশনের টাকা আদায় করে আসছেন। এমনকি প্রয়োজনের অতিরিক্ত কাগজপত্র চেয়ে দলিল সম্পাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তিনি।

দলিল লেখকরা আরও দাবি করেন, নিয়ম অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন অফিস করার কথা থাকলেও সাব-রেজিস্ট্রার মুনা সপ্তাহে মাত্র দুই দিন উপস্থিত থাকেন এবং তাও আবার দুপুরে এসে বিকেলে অফিস থেকে চলে যান। গত ১৩ এপ্রিল এক দলিল লেখকের আইডি সংক্রান্ত জটিলতা নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর থেকে তারা দলিল সম্পাদনে বিরত থাকার ঘোষণা দেন।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ অনির্দিষ্টকালীন কর্মবিরতির ফলে নলছিটি উপজেলায় জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে কয়েক হাজার জমির ক্রেতা-বিক্রেতা ভোগান্তিতে পড়েছেন এবং সরকারও রাজস্ব হারাচ্ছে। প্রবাসী, দূরদূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশী ও স্থানীয়রা চরম হয়রানির শিকার হচ্ছেন।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন জানান, সাব-রেজিস্ট্রারের হয়রানিমূলক আচরণের প্রতিবাদে এ কর্মবিরতি চলছে এবং কোনো সমাধান না পাওয়া পর্যন্ত তা চলবে।

অন্যদিকে,অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনা বলেন, এক দলিল লেখক এডিটকৃত ভোটার আইডি দিয়ে দলিল করতে চাওয়ায় তাকে শোকজ করা হয়েছে। সেই কারণেই লেখকরা একজোট হয়ে কর্মবিরতি পালন করছেন।

জেলা রেজিস্ট্রার মো. মহসিন জানান, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ