রূপগঞ্জে জনৈক অস্ত্রধারী ব্যাক্তিকে জামায়াতে ইসলামীর লোক হিসেবে কয়েকটি ফেসবুকে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।  

বিবৃতিতে তারা বলেন, ছবিতে উল্লেখিত ব্যাক্তি জামায়াতে ইসলামী করা তো দূরের কথা আমাদের কোনো পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তির সাথে ন্যূনতম পরিচয় এবং সম্পর্ক নেই। 

বিবৃতিতে তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদ ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের কোনো নেতা কর্মী কোনো প্রকার সন্ত্রাস বা অস্ত্রবাজীর সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। 

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জেলা আমির ও সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অগ্রযাত্রা এবং জনগণের মাঝে জামায়াতে ইসলামী দিন দিন জনপ্রিয় সংগঠনে পরিণত হওয়ায় একদল কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। অপপ্রচার বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দায়িত্বশীলগন।

বিবৃতিতে তারা আরো বলেন, এই অস্ত্রধারীকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আমরা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম স গঠন

এছাড়াও পড়ুন:

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

আরো পড়ুন:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ভারত-পাকিস্তান উত্তেজনা 
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ