দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে। 

কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। 

ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি প্রদানকৃত ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে, কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।

২৫টি প্রতিষ্ঠান হল: এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ; ভিটল এশিয়া প্রা.লি. সিঙ্গাপুর; গানভর সিঙ্গাপুর প্রা.লি.; সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রা.লি.; ইউনিপেগ সিঙ্গাপুর প্রা.লি.; ইউনিপার গ্লোবাল কমডিটিস, জার্মানি; আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; ডিএক্সটি কমডিটিস এসএ, সুইজারল্যান্ড; এসওসিএআর ট্রেডিং এসএ সুইজারল্যান্ড; বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি,ইউএই; পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, দক্ষিণ কোরিয়া; ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস লি. হংকং; জেইআরএ কোং ইনকরপোরেশন, জাপান; বিপি সিঙ্গাপুর প্রা.লি.; ট্রাফিগুরা প্রা.লি. সিঙ্গাপুর; গ্লেনকোর সিঙ্গাপুর প্রা.লি.; এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. সিঙ্গাপুর ; কাতারএনার্জি ট্রেডিং এলএলসি, কাতার; ওকিউ ট্রেডিং, ইউএই; পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর; মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, সুইজারল্যান্ড; টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি.; এমইটি ইন্টারন্যাশনাল এজি, সুইজারল্যান্ড এবং সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লি. এফজেডই, ইউএই।

ঢাকা/হাসনাত/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

বিকল্প ব্যবস্থায় বাংলাদেশিদের ভিসা দেবে রোমানিয়া

বিকল্প ব্যবস্থাপনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে ঢাকার প্রস্তাব গ্রহণ করেছে রোমানিয়া। বর্তমানে ভারতে অবস্থিত রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া হয়।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাবে রাজি হন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেয়ানু।

শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন সহজ করতে অভিবাসন ও মানুষের চলাচল সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অনুসন্ধানের প্রস্তাব করেন এবং বাংলাদেশ এ প্রস্তাবে একমত পোষণ করে।

উভয় পক্ষ কৃষি, গাড়ি, রেলশিল্প এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রেও  দেশটি সম্মত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার ওপর একটি বিশেষ আলোচনা হয়েছে।

বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে।

বিশ্ব নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন এই ফোরামে। ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথি ফোরামে অংশগ্রহণ করেছেন।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আলিম পরীক্ষা ২০২৫–এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে
  • ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মী নিয়োগ দেবে তিতাস গ্যাস
  • যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন দ্রুত
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ এপ্রিল ২০২৫)
  • স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি
  • মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় আরও ১০ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ এপ্রিল ২০২৫)
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, আবেদন ২০ এপ্রিল পর্যন্ত
  • নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ, পুরোনো শিল্পে বাড়তি ব্যবহারে নতুন দাম
  • বিকল্প ব্যবস্থায় বাংলাদেশিদের ভিসা দেবে রোমানিয়া