Risingbd:
2025-03-30@22:51:41 GMT

মাহমুদউল্লাহ-নাহিদ কেন নেই?

Published: 20th, February 2025 GMT

মাহমুদউল্লাহ-নাহিদ কেন নেই?

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ ছিল আকাশচুম্বি। ভারতের গণমাধ্যম তো বটেই, আইসিসিরও নজরে ছিলেন নাহিদ। বর্তমান সময়ের অন্যতম দ্রুতগতির বোলার নাহিদ। প্রথমবার গেছেন আইসিসি ইভেন্টে। কিন্তু তাকে ছাড়াই ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ।

শুধু নাহিদ নয়, এই ম্যাচে একাদশের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিন ওয়ানডেতে তিন ফিফটি পাওয়া মাহমুদউল্লাহকে ছাড়া একাদশ সাজাতে দেখে বিস্মিত হয়েছে অনেকেই। খোঁজ নিয়ে জানা গেল, নাহিদকে কম্বিনেশনের কারণেই দলের বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ বাদ পড়েছেন চোটের কারণে।

একাদশে তিন পেসার নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। ত্রয়ীকে বেছে নেওয়ার কারণে নাহিদকে বিশ্রামে থাকতে হয়েছে। নাহিদকে ডাগ আউটে দেখে অবাক বাংলাদেশ দলের সাবেক পারফরম্যান্স অ্যাসালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন, “আমি আশা করেছিলাম নাহিদ রানা এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে খেলবে! দুঃখের বিষয় যে এমনটা হবে না।’’
মাহমুদউল্লাহ পুরোপুরি ফিট হয়ে দুবাইয়ে গেলেও সেখানে দলের প্রথম অনুশীলনে ডানপায়ের পেশিতে চোট পান। এরপর থেকে বিশ্রামেই আছেন। ছিলেন না পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।
 

আরো পড়ুন:

পাকিস্তান দলে যোগ দিলেন ইমাম উল হক

ভারতকে হারানোর মন্ত্রে মাঠে নামবে বাংলাদেশ

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পদ্মা সেতুতে সর্বমোট টোল আদায় ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ টাকা 

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় সর্বমোট টোল আদায় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা। আর ঈদযাত্রার পাঁচ দিনে শনিবার পর্যন্ত পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শেষ মুহূর্তের ঈদযাত্রায় পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ। তবে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন ও যাত্রীদের চাপ নেই। কখনও কখনও একেবারেই ফাঁকা থাকছে টোল প্লাজা। 

শনিবার পদ্মা সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৪ যান পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৮ হাজার ৭৫০টি। টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা।

এছাড়া শনিবার পর্যন্ত ঈদযাত্রার পাঁচ দিনে পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন আরও জানান, লম্বা ছুটির কারণে এবার ঈদযাত্রায় চাপ অপেক্ষাকৃত কম। রোববার ভোরেও টোল প্লাজা ঘিরে যানবাহনের লম্বা লাইন ছিল। কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।

টোল আদায়ে সংশ্লিষ্টরা জানান, রাত পোহালেই ঈদ, কর্মজীবী ও ব্যবসায়ী অনেকে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন। তাই রোববারও অস্থায়ী টোল বুথটি চালু রাখা হয়। এখন ৯টি লেনে টোল আদায় করা হচ্ছে। তবে অনেকেই গরম এবং যানজট এড়াতে সেহেরির পরপরই বেরিয়ে পড়েন। তাই সকালে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর পর চাপ কমতে থাকে।

একই চিত্র দেখা গেছে জেলার অপর মহাসড়ক ঢাকা-চট্টগ্রামের পথেও। রোববার সকাল থেকে এ মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৩ কিলোমিটারে ছিল না কোনো যানজট।

সম্পর্কিত নিবন্ধ