ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা
Published: 20th, February 2025 GMT
শিক্ষার্থীদের ওপর স্বশস্ত্র হামলাকারীদের বহিষ্কার দাবি জানিয়ে রাজনীতি ও সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। একইসঙ্গে কুয়েটের উপাচার্যকেও লাল কার্ড দেখান তারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়। এ সময় কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে ‘শিক্ষা আর সন্ত্রাস, একসাথে চলে না’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘কুয়েটে যখন রক্ত ঝরে, আবরার তোমায় মনে পড়ে’, ‘তুমি কে আমি কে, আবরার আবরার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালে লাল রং দিয়ে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন লেখনীর মাধ্যমে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটে কোন রাজনৈতিক কর্মকাণ্ড হবে না। কুয়েট সাধারণ শিক্ষার্থীদের এবং এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় বক্তারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র মৈত্রীসহ সব ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদের লাল কার্ড দেখানোর ঘোষণা দেন।
ঢাকা/নুরুজ্জামান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গান নিয়ে দেশজুড়ে ঘুরতে চান সাহিল
টিকটক ছাড়িয়ে ইউটিউব আর ফেসবুকেও ছড়িয়ে পড়েছে ‘অনুভূতি’। গানটি দিয়ে তরুণ শ্রোতাদের মনে একধরনের আকুলিবিকুলির জন্ম দিয়েছেন সাহিল সানজান। গানটির মধ্যে অভিমান আর প্রেমকে খুঁজে ফিরছেন তরুণেরা। ২০২২ সালের ৪ মে মুক্তি পাওয়া লাভ ভার্সেস ক্রাশ নাটকে গানটি গান সাহিল। গানটির সুর বেঁধেছেন পিরান খান, কথা লিখেছেন পিরান ও তানজিব সৌরভ।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে গানটি বিষয়ে সাহিল বলেন, ‘সেই সময় বিরহের গান গাইতে বেশি পছন্দ করতাম। আমার মনে হতো, আমার কণ্ঠের সঙ্গে সেটাই সবচেয়ে বেশি যায়। একই সঙ্গে আমার নিজের কণ্ঠ নিয়ে পরীক্ষা-নিরীক্ষারও ইচ্ছা ছিল। গানটি একেবারে নিখুঁত করার জন্য পিরান ভাইয়ের সঙ্গে প্রায় পাঁচবার রেকর্ড করেছি।’
সাহিল সানজান