৯ মামলার আসামির ২ কব্জি কেটে নিল দুর্বৃত্তরা
Published: 20th, February 2025 GMT
পূর্ব শত্রুতার জের ধরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
আহত আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে রেখে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেটে ফেলা কবজির সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান বলেন, “বিগত উপজেলা নির্বাচনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে মারধর করেছিলেন আশরাফুল। এসব বিষয়সহ আরো কিছু বিষয় নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের সাথে শত্রুতা তৈরি হয় আশরাফুলের।”
পুলিশকে আশরাফুল জানিয়েছে, এসব ঘটনার জের ধরে আজ দুপুরে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তার দুই হাতের কব্জি কেটে নিয়েছে।
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আশর ফ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে মশাল মিছিল বামজোটের
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মামলা প্রত্যাহারসহ দুই দাবিতে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়।
মিছিলটি টিএসসি পায়রা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে দাবি জানানো হয়, অবিলম্বে কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং কুয়েটের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানান তারা।
এসময় ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ব্যারাকের সেনাবাহিনী, ব্যারাকে ফিরে যা’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘চবিতে বহিষ্কার, প্রত্যাহার করতে হবে’, ‘কুয়েটের মামলা, প্রত্যাহার করতে হবে’সহ নানা স্লোগান দেন তারা।