জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকারের (প্রিন্স) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাবে ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজায় নির্যাতিতদের পক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর

ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় নির্যাতিত মানুষের পাশে সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা এই চরম দুর্ভোগ, অবিচার এবং মানবিক সংকটের সময়ে গাজার জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছি এবং বিশ্বব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছি। আমরা গাজার জনগণের উপর নিপীড়ন, দখলদারিত্ব এবং সম্মিলিত অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। অতএব, আমরা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) কোনো ক্লাস, ল্যাব বা পরীক্ষায় অংশগ্রহণ করব না।

আরো পড়ুন:

নোবিপ্রবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা

মাদক সেবনের টাকা না দেওয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীকে মারধর

বিবৃতিতে তারা আরো বলেন, এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়- এটি মানবাধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারের বিষয়। আমাদের নীরবতা আমাদেরকে জড়িত করে তুলবে। আমাদের কর্মকাণ্ড শান্তি, স্বাধীনতা এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকারের পক্ষে; ফিলিস্তিনের স্বাধীনতা, গাজার ন্যায়বিচারের জন্য।

বিবৃতিতে শিক্ষার্থীরা #StrikeForGaza #StandWithGaza #FreePalestine হ্যাশট্যাগ ব্যবহার করেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ