সোয়া শ বছর আগে বেগম রোকেয়া তাঁর একটি স্বপ্নের বিবরণ লিপিবদ্ধ করেছিলেন সুলতানা’স ড্রিম গ্রন্থে। সুলতানা নামের আড়ালে বেগম রোকেয়া নারীস্থান নামের একটি দেশের গল্প বলেছেন, যেখানে দেশ চালায় নারী, ঘর সামলায় পুরুষ। সেখানে কোনো যুদ্ধ নেই, কোনো দ্বন্দ্ব নেই। নারীরা সেখানে উড়ন্ত গাড়ি চালায়, সূর্যতাপে বিদ্যুৎ উৎপাদন করে।

না, নারীস্থান নামের কোনো দেশ নেই। আজও অধিকাংশ নারী গৃহবন্দী। কিন্তু মুক্ত হওয়ার, সমতা অর্জনের যে স্বপ্ন বেগম রোকেয়া সোয়া শ বছর আগে দেখেছিলেন, তা এখনো দীপ্যমান। সম্প্রতি বাংলাদেশের পাঁচজন মেয়ে দল বেঁধে হিমালয়ের চূড়াদেশ জয় করে সেখানে বাংলাদেশের পতাকা গেঁথে রেখে এসেছে। এটিই শীতকালে হিমালয়ের দুর্গম লাংটাং শৃঙ্গে দলবদ্ধ নারী আরোহীদের প্রথম সফল অভিযান। এই পাঁচজন এক অসম্ভবকে সম্ভব করে জানিয়েছে, ‘বেগম রোকেয়ার শিক্ষা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। বাংলাদেশের মতো দেশে মেয়েদের স্বপ্ন দেখতে উৎসাহিত করা হয় না। সুলতানার স্বপ্নই আমাকে হিমালয় অভিযানের প্রেরণা জুগিয়েছে।’ হিমালয় বিজয় শেষে কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে পাঁচজনের পক্ষে এ কথা জানিয়েছে ইয়াসিম লিসা।

২০২৪ সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকো সুলতানা’স ড্রিমকে ‘বিশ্বস্মৃতি নিবন্ধন’–এ (ওয়ার্ল্ড হিস্ট্রি রেজিস্ট্রার) অন্তর্ভুক্ত করে। সে সময় সংস্থাটি জানিয়েছিল, ১০০ বছর আগে লেখা হলেও যে নারীস্থান রোকেয়া কল্পনা করেছিলেন, তার অনেক কিছুই এখন বাস্তব। সৌরবিদ্যুৎ এখন ঘরে ঘরে। বিমানে চড়ে আমরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে বেড়াচ্ছি।

কিন্তু যা এখনো বাস্তব নয় তা হলো, নারীর সমতা। বিশ্বে তেমন দেশের সংখ্যাই বেশি, যেখানে নারী নয়, ক্ষমতার কেন্দ্রে পুরুষ। শুধু তা–ই নয়, পুরুষদের চেষ্টা যেভাবে সম্ভব মেয়েদের ঘরে আটকে রাখা। দুই হাজার বছর আগে এথেন্সের প্রথম গণতান্ত্রিক প্রশাসনে নারীর কোনো ভূমিকা ছিল না। এই একুশ শতকে এসে নারীরা ভোটাধিকার পেয়েছে। রাজনৈতিক ক্ষমতাও অর্জন করেছে। কিন্তু তাদের অধিকার সংকোচনের চেষ্টার শেষ নেই। যেমন যুক্তরাষ্ট্রের চলতি রক্ষণশীল রিপাবলিকান নেতৃত্ব পারিবারিক মূল্যবোধের দোহাই দিয়ে নারীর গর্ভপাতের অধিকার রদ করেছে। যুক্তি তুলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, নারীদের স্থান বাইরে নয়, ঘরে। তাদের প্রধান কাজ সন্তান উপহার দেওয়া। 

বস্তুত নারীর অধিকারের ব্যাপারে পৃথিবীর কমবেশি সব দেশেই অধিকাংশ পুরুষের এক যুক্তি, মেয়েদের স্থান ঘরে (অর্থাৎ হেঁশেলে)। যে পাঁচ বাঙালি মেয়ে হিমালয় জয় করলেন, তাঁদের একজনের নাম সুলতানা রেখা। রেখা বলেছেন, ‘আমরা হিমালয় জয়ে যাচ্ছি শুনে অনেকে বলেছে, পাহাড় জয় করে কী হবে! মেয়েদের এমন কাজ করতে হবে কেন?’

লক্ষ করুন, যে কথা জেডি ভ্যান্সের, সেই একই কথা বাংলাদেশের অসংখ্য পুরুষেরও। সম্প্রতি জয়পুরহাটে মেয়েদের দুটি ফুটবল দলের সঙ্গে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তা নিয়ে কী তুলকালাম কাণ্ড! এক পক্ষের আপত্তি ও হট্টগোলের কারণে মেয়েদের খেলাটি পণ্ড হয়ে যায়। পরে চারদিকে আপত্তি উঠলে পুলিশি পাহারা বসিয়ে আবার খেলাটি আয়োজন করা হয়।

ইউরোপ ও লাতিন আমেরিকার দু–একটি দেশ বাদ দিলে পৃথিবীর সব দেশেই ক্ষমতার কেন্দ্রে পুরুষদের আধিপত্য। সবার এক যুক্তি, মেয়েদের হাতে ক্ষমতা ছেড়ে দিলে মহা অনাচার হবে। নীতিনিষ্ঠা সব গোল্লায় যাবে। অথচ বাস্তবে ছবিটা কিন্তু উল্টো। শিক্ষাক্ষেত্রে বলুন, রাজনীতি বা ব্যবসার কথা বলুন, মেয়েদের যখনই সুযোগ দেওয়া হয়েছে, পুরুষের চেয়ে অনেক ভালো ফল দেখিয়েছে তারা। সব প্রতিবন্ধকতা এড়িয়ে মেয়েরা এখন পৃথিবীর অনেক দেশেই শিক্ষায় এগিয়ে। বাংলাদেশে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায়
মেয়েরা ছেলেদের চেয়ে পাসের হারে ও জিপিএ–৫ পাওয়ায় এগিয়ে। 

একই অবস্থা যুক্তরাজ্যে। একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যন্ত সেখানে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। বিষয়টা ব্রিটিশদের এতটাই চিন্তায় ফেলে দিয়েছে যে গত বছর সে দেশের পার্লামেন্টে এমপিরা ছেলেরা কেন পিছিয়ে, এ ব্যাপারে সরকারকে রীতিমতো জেরা করেন। পুরুষেরা চাক বা না চাক, মেয়েরা এগোচ্ছে। কিন্তু তাদের টেনে নামানোর চেষ্টার অন্ত নেই। অগ্রসর দেশের উদাহরণ হিসেবে আমরা আগে যুক্তরাষ্ট্রের কথা বলেছি। এই স্পেকট্রামের অন্য প্রান্তে আফগানিস্তান। সেখানে নতুন আইন হয়েছে, যাতে মেয়েদের প্রাথমিক পর্যায়ের পর স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। চাকরি করার তো প্রশ্নই উঠছে না, বাইরে বের হওয়াও বারণ।

রংপুরে বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। দাবি উঠেছে, এই বিশ্ববিদ্যালয়ের নাম বদলাতে হবে। কারণটা বোঝা কঠিন নয়। একটি রাজনৈতিক দল দাবি করেছে, রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে নারীকে তারা গ্রহণ করবে না।

এ ধরনের নানা বাধা আছে ঠিকই, তা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা এগিয়েছে, এগোচ্ছে। নানা ক্ষেত্রে তারা সাফল্য পেয়েছে সব উপেক্ষা গায়ে না মেখে। যেমন ক্রিকেটে ও ফুটবলে তারা আন্তর্জাতিক শিরোপা পেয়েছে। গত বছর মেয়েরা প্রথমবার সাফ ফুটবলে শিরোপা জেতার সময় দলের ফাইনাল খেলা দেখতে ফুটবল বোর্ডের কর্তাব্যক্তিরা মাঠে যাওয়ার প্রয়োজনটুকু পর্যন্ত দেখেননি। সে অবজ্ঞা উপেক্ষা করে মেয়েরা কিন্তু ঠিকই জয় ছিনিয়ে এনেছে। সুযোগ পেলে আরও কত জয়–ই না তারা অর্জন করবে।

যে হিমালয় অভিযানে বাংলাদেশের পাঁচ নারী অংশ নেয়, সেটার নাম দেওয়া হয়েছিল ‘সুলতানা’স ড্রিমস আনবাউন্ড’ বা ‘সুলতানার বন্ধনহীন স্বপ্ন’। এই পাঁচজনের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়েটির নাম অর্পিতা দেবনাথ। কাঠমান্ডুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সে বলেছে, ‘এই অভিযানের আগে আমি বড় কোনো লক্ষ্য অর্জনের কথা ভাবতে পারতাম না; কিন্তু এখন আমার লক্ষ্য অবাধ, বন্ধনহীন।’

আমাদের সুলতানারা স্বপ্ন দেখছে। সুযোগ পেলে তারা ঠিক আকাশ ছোঁবে। তাদের উড়তে দিন। 

হাসান ফেরদৌস প্রাবন্ধিক ও কলাম লেখক

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গম র ক য় ফ টবল ক ষমত

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়ল অজিতের সিনেমা

তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।

আরো পড়ুন:

৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।

তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ