শেরপুরে এক লাখ ৮৫ হাজার টাকায় আড়াই মাসের এক কন্যাশিশুকে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলে তিনদিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আবু সাঈদ। 

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪৮)। তিনি শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী। পলাতক অন্য আসামিরা হলেন- জরিনার মেয়ে সাবিনা (২৮), সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাংগাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০)।

পুলিশ জানায়, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির আড়াই মাসের কন্যাশিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নেওয়া হয়। 

ওই ক্লিনিকে শিশু চোর চক্রের সদস্য জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তার মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে এক লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন। 

অভিযোগ পেয়ে পুলিশ অভিযান শুরু করে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি জরিনাকে শহরের মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জুবায়দুল আলম বলেন, “গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

ঢাকা/তারিকুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেল লাইনের পাশের সড়কে ঘটনাটি ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শফিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরো পড়ুন:

বগুড়ায় কবিরাজকে ‘কুপিয়ে’ হত্যা

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক 

আটক ব্যক্তির নাম সোহরাব হাওলাদার (৪০)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‍“নিহতের ভাগ্নে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভান্ডারিয়ায় এক ভাইকে কুপিয়ে হত্যা, আরেক ভাইয়ের পা বিচ্ছিন্ন
  • ফতুল্লায় ব্যাটারি রিকশার চালককে গলা কেটে হত্যা, একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  • ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১
  • ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১