রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০
Published: 20th, February 2025 GMT
রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে পাহাড়িকা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শহরের রিজার্ভ বাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় পৌঁছালে ব্রেকফেল করে। এতে বাসটি সড়কের পাশের পাহাড়ে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী মো.
রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী বলেন, “পাহাড়িকা পরিবহনের একটি আন্তঃজেলা বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়। আমরা ফায়ার সার্ভিস এবং রেকারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।”
রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এন্থনী চাকমা জানান, বাস দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত চার জন হাসপাতালে এসেছেন। তার মধ্যে তিন জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অপর একজন কিছুটা বেশি আহত হয়েছেন। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তার এক্সরে করা হবে।
ঢাকা/শংকর/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নিজের সঙ্গে ‘সৎ’ থাকতে চান মেসি
আর্জেন্টিনার ফুটবল নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত—লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? মেসি নিজেই এ নিয়ে কথা বলেছেন এর আগে। গত বছর নভেম্বরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তিনি এখনো নিশ্চিত নন। আগে বছরটা ভালোভাবে শেষ করতে চান। ২০২৬ বিশ্বকাপের পথে এগোতে চান প্রতিটি দিন ধরে ধরে।
আরও পড়ুনইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিশুটির চোখে পানি, ঠোঁটে হাসি১ ঘণ্টা আগেআর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন গত মার্চে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর স্কালোনি বলেছিলেন, দেখা যাক কী হয়, এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে বলে জানিয়েছিলেন স্কালোনি।
মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি