Risingbd:
2025-03-26@08:00:05 GMT

ফখর জামানের বদলি ইমাম উল হক

Published: 20th, February 2025 GMT

ফখর জামানের বদলি ইমাম উল হক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে নিউ জিল্যান্ড। মোহাম্মদ রিজওয়ানের দল এই ম্যাচ হারার পেছনে বড় কারণ ছিল ফর্মে থাকা ওপেনার ফখর জামানের চোটে পড়া। এই ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের চোট এতটাই গুরুতর যে তিনি আর খেলতে পারবেন এবারের আসরে। ফখরের পরিবর্তে দলে ঢুকেছেন আরেক বাঁহাতি ওপেনার ইমাম উল হক।

ম্যাচের শুরুতেই ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়ে দুই দফায় মোট ৩০ ওভার মাঠের বাইরে ছিলেন ফখর। এ কারণে পাকিস্তান ইনিংসের প্রথম ২০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না তার। এরপর ৪ নাম্বারে নেমে চোট নিয়েই ৪১ বলে ২১ রান করেন তিনি। তখনই বুঝা যাচ্ছিল এই বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের টুর্নামেন্ট শেষ।

আরো পড়ুন:

ভারতকে হারানোর মন্ত্রে মাঠে নামবে বাংলাদেশ

চ‌্যাম্পিয়নদের কিউই ধাক্কা

অন্যদিকে ফখরের পরিবর্তে দলে ঢোকা ইমাম এখন পর্যন্ত ৭২টি ওয়ান্ডে ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের নামের পাশে শোভা পাচ্ছে প্রায় ৪৯ গড়ে ৩১৩৮ রান। ৮৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইমামের ওয়ানডে সেঞ্চুরি ৯টি।

আইসিসইর কোন আসরে একজন খেলোয়াড় পরিবর্তন করার জন্য আয়োজক সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। সেই কমিটির অনুমোদনের পরই সেই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ দিতে পারেন। এই নিয়ম মেনেই ইমাম যোগ দিচ্ছেন পাকিস্তান স্কোয়াডে। 
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টেকনিক্যাল কমিটিতে আছেন, ওয়াসিম খান (আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট), সারা এডগার (আইসিসি সিনিয়র ম্যানেজার- ইভেন্টস), উসমান ওয়াহলা (পিসিবি ডিরেক্টর- আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনস), শন পোলক (স্বতন্ত্র প্রতিনিধি)।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল 

ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন। 

অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে। 

অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা। 

ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। 

সম্পর্কিত নিবন্ধ