সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে যাওয়ায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাতক্ষীরা-যশোর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে। এই দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ নামের বাসটির এক যাত্রী বলেন, সাতক্ষীরাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিনি গন্তব্যে যাচ্ছিলেন। চালকের ঘুম চলে আসায় নাভারণ এলাকা ছাড়ার পর বারবার তিনি ব্রেক কষছিলেন। আজ ভোর সাড়ে চারটার দিকে সার্কিট হাউস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আশা সমিতির পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ওই গাছটির কিছু অংশ বাসের ভেতর ঢুকে বাসটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসটির যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে গাছ কেটে যাত্রীদের বের করার সময় নায়েব আলী নামের সাতক্ষীরা পুলিশ লাইনসের এক কনস্টেবল আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল হক জানান, ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চায়না খাতুন ও আলমগীর নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে। পরে চালকের সহকারী শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন আহত ব

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল 

ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন। 

অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে। 

অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা। 

ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। 

সম্পর্কিত নিবন্ধ