সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দলের দুই নেতার সকল পদ স্থগিত ও একজনকে শোকজ করা হয়েছে।

আজ বুধবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা পত্রে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তদের মধ্যে কামারখন্দ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহ্বায়ক হাবিল উদ্দিন মন্ডল ও তার ছোট ভাই কামারখন্দ উপজেলা শ্রমিক দলের সদস্য মানিক মন্ডলের দলে থাকা সকল পদ স্থগিত এবং ভাগ্নে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির শ্রম বিষয়ক সম্পাদক শওকত আলীকে শোকজ করা হয়েছে।

ওই পত্রে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি বদিউজ্জামান ফেরদৌসকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় হাবিল উদ্দিন মন্ডল ও মানিক মন্ডল দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। এজন্য প্রাথমিক সদস্য পদসহ দলে থাকা তাদের সকল পদ স্থগিত করা হয়েছে। একই কাজে সহযোগিতা করার অভিযোগে শওকত আলীকে শোকজ করে আগামী ৩ দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাবেক আহ্বায়ক হাবিল উদ্দিন মন্ডল বলেন, আমি জামতৈল বাজার এলাকার স্থায়ী বাসিন্দা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ৩৮ বছর যাবত দলের সাথে জড়িত। যে কারণে আমি জামতৈল বাজার বণিক সমিতির সভাপতি হতে চেয়েছিলাম। বদিউজ্জামান ফেরদৌসের বাড়ি বাজার থেকে ৪-৫ কিলোমিটার দূরে কর্ণসূতি গ্রামে। সম্প্রতি আমাকে বাদ দিয়ে তিনি নিজে জামতৈল বাজার বণিক সমিতির সভাপতি হয়েছেন এবং জামতৈল বাজারের সরকারি ইজারা নিজে নিয়েছেন। এ বিষয়টি নিয়ে তর্কবিতর্ক হওয়ায় সে আমাকে এবং আমার ছোটভাই ও ভাগ্নেকে বহিষ্কারের জন্য জেলা বিএনপির কাছে আবেদন করেছিল। দল যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমাদের ওপর অবিচার করা হয়েছে।
 
এ বিষয়ে বদিউজ্জামান ফেরদৌস বলেন, আমি জামতৈল বাজার বণিক সমিতির সভাপতি হয়েছি এবং বাজারের সরকারি ইজারাও নিয়েছি। এ নিয়ে ওদের সাথে ঝামেলা হয়নি। কী কারণে ঝামেলা হয়েছে, তা সবাই জানে। আমি নতুন করে আর কিছু বলতে চাই না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ব এনপ জ মত ল ব জ র ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকায় বস্ত্র খাতের যন্ত্রপাতির প্রদর্শনী শুরু

তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ডিটিজি আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ডিটিজি আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপানসহ ৩৩ দেশের ১ হাজার ১০০ ব্র্যান্ডের ১ হাজার ৬০০ স্টল রয়েছে।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের ওভারসিজ পরিচালক আকাই লিন বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি শামীম ইসলাম ও পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বিটিএমএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার–সুবিধা হয়তো আর থাকবে না। তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাই যেকোনোভাবে বিভিন্ন খরচ কমাতে হবে।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতে ইতিমধ্যে প্রায় ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। যার কারণে রপ্তানিমুখী নিট পোশাকের শতভাগ কাপড় সরবরাহের সক্ষমতা তৈরি হয়েছে। সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম ও ব্যাংকের সুদের হার সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারব। আমরা বিনিয়োগকারীরা কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না।

প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতি, কাপড়, ফিলামেন্ট, রাসায়নিক, ডাইং প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এবারের প্রদর্শনীতে ফ্যাশন শোও থাকবে। এ ছাড়া চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় বস্ত্র খাতের যন্ত্রপাতির প্রদর্শনী শুরু
  • সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩
  • বাগেরহাটে বিএনপির দু` গ্রুপে সংঘর্ষে আহত নেতার মৃত্যু
  • নির্বাচিত সরকার ছাড়া স্বস্তি ফিরবে না বিনিয়োগে