মা ও দুই শিশুসহ ৪ জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
Published: 20th, February 2025 GMT
জিম্মি থাকা দুই শিশু, মাসহ চারজনের মরদেহ আজ বৃহস্পতিবার ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এসব জিম্মি নিহত হয়েছেন। খবর রয়টার্স ও আল জাজিরার
ওই দুই শিশুর নাম কেফির বিবাস ও অ্যারিয়েল বিবাস (৪)। মা শিরি বিবাস এবং মরদেহ ফেরত দেওয়া চতুর্থ জিম্মির নাম ওদেদ লিফশিৎজ।
কাতার ও মিসরের মধ্যস্থতায় গত মাসে হামাস এবং ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মি মুক্তি দেওয়া হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে দিনের পর দিন আটকে থাকা ফিলিস্তিনিরা মুক্তি পাচ্ছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইয়েমেনে আবারও মার্কিন হামলা
ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন আল-মাসিরাহ জানিয়েছে, হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ১৩টি বিমান হামলা চালিয়েছে। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন।
শনিবার রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়া এলাকায় মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও হুতিরা আরও অভিযান চালানোর হুমকি দিয়েছে।
কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুতিদের হুমকি বন্ধ করতেই এ হামলা। আলজাজিরা।