তানজিদের পর মুশফিক, ৩৫ রানে নেই ৫ উইকেট
Published: 20th, February 2025 GMT
টপঅর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারালেও ইনিংস টেনে নিচ্ছিলেন তানজিদ তামিম। নবম ওভারে তিনিও ফিরে গেছেন। অক্ষর প্যাটেলের অফস্টাম্পের বাইরের বলে রাহুলের গ্লাবভসে ক্যাচ দেন তানজিদ। ৪টি চারে ২৫ বলে ২৫ রান করে গেছেন। এর পরের বলে অক্ষরের শিকার হয়েছেন মুশফিকও। ৩৫ রানে বাংলাদেশের নেই ৫ উইকেট। ৯.৩ ওভারে বাংলাদেশের রান ৩৭।
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শান্তর দল। তবে ব্যাটিং পিচে শুরুতেই বেকায়দায় বাংলাদেশ। প্রথম ওভারেই সৌম্যকে হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতাই খুলতে পারেনি টাইগার এই ওপেনার। পরের ওভারে বাংলাদেশ অধিনায়ক শান্তকে তুলে নেন হর্ষিত রানা। শর্ট কাভারে কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন শান্তও। এরপর তানজিদের সঙ্গে হাল ধরেছিলেন মিরাজ। সপ্তম ওভারে মোহাম্মদ শামির শিকার হয়েছেন তিনি। শামির বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা দেন ৫ রান করা মিরাজ।
একাদশে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। একাদশে তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দুই স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। একাদশে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। বাংলাদেশ একাদশে আরেকটি চমক বলা যায় নাহিদ রানার অনুপস্থিতি। ম্যাচের আগে তরুণ গতিময় পেসারকে নিয়ে হয়েছে অনেক আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ল অজিতের সিনেমা
তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।
আরো পড়ুন:
৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা
কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।
তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
ঢাকা/শান্ত